Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহকর সহনীয় রাখতে আমরা আন্তরিক -মেয়র নাছির

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : গৃহকর ও রেইট এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধে একশভাগ সারচার্জ মওকুফ এবং বিগত মেয়রের আমলে ধার্যকৃত ¯ø্যাব নির্মাণ ফি কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে ধার্য করেছে সিটি কর্পোরেশন। গতকাল (রোববার) মেয়র আ জ ম নাছির উদ্দীনের উপস্থিতিতে তার বাসবভনে অনুষ্ঠিত চসিকের ৫ম নির্বাচিত পরিষদের অর্থ ও সংস্থাপন ষ্ট্যান্ডিং কমিটির ২৬ তম সাধারণ সভায় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় এ সুযোগ গ্রহণ করে ১৪ নভেম্বরের মধ্যে হালনাগাদ গৃহকর ও রেইট এবং ট্রেডলাইসেন্স ফি পরিশোধ করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া ব্যক্তিমালিকানাধীন এলাকায় ¯ø্যাব নির্মাণের ক্ষেত্রে বিগত মেয়রের সময়ের ধার্যকৃত ফি অর্ধেকে নামিয়ে আনা হয়।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিকদের স্বার্থ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হল। এছাড়াও ¯ø্যাব নির্মাণের ক্ষেত্রে পূর্বের মেয়রের ধার্যকৃত ফি কমিয়ে অর্ধেকে নিয়ে আসা হল। পঞ্চবার্ষিকী পৌরকর পুনঃমূল্যায়ন সংক্রান্ত আপিল আপত্তি দাখিলের সময়সীমা ১১ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পঞ্চবার্ষিকী পৌরকর এসেসমেন্ট সংক্রান্ত বিষয়ে নগরবাসীর পক্ষে সাবেক মেয়রবৃন্দসহ নানা শ্রেণি ও পেশার বিভিন্ন সংগঠনের সুচিন্তিত মতামত, প্রস্তাবনা ও দাবিসমূহ আমলে নিয়ে আপিল শুনানীর মাধ্যমে হোল্ডারদের মতামত যাচাই-বাছাই করে ধার্যকৃত পৌরকর সহনশীল পর্যায়ে রাখতে চসিক সম্পূর্ণ আন্তরিক। নগরীর আদিবাসি অস্বচ্ছল, হতদরিদ্র, দরিদ্র ও সীমিত আয়ের হোল্ডারদের পৌরকর মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, আমার দায়বদ্ধতা ও অঙ্গীকার থেকে নগরবাসীর যে কোন দাবি ও আপত্তি বিবেচনায় নিতে আমি প্রস্তুত। নাগরিক স্বার্থকে বিবেচনায় রেখে চসিক যাবতীয় সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. শফিউল আলম। সভায় কমিটির সদস্য কাউন্সিলর নাজমুল হক ডিউক, মাজহারুল ইসলাম চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, ফারজানা পারভিন, ফারহানা জাবেদ, সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন এবং বিশেষ আমন্ত্রণে প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন অতিরিক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ