Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তায় পাগলীর সন্তান প্রসব! নবজাতকের ঠাঁই হলো কাউন্সিলরের বাসায়

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : রাস্তায় সন্তান ভূমিষ্ট হওয়ার পর নির্বাক মা অনেকক্ষণ তাকিয়ে থাকেন সন্তানের দিকে। তপ্ত সড়কে হাত-পা ছুঁড়ে কাঁদছে সদ্যজাত শিশুটি। নবজাতকের কান্নায় জড়ো হয় লোকজন। এক ঠেলা চালক নিজের গায়ে থাকা গেঞ্জি জড়িয়ে দেন নবজাতকের গায়ে। মানুষের ভিড় দেখে দূরে চলে যায় পাগলী মা। এ দৃশ্য দেখে সেখানে থমকে দাঁড়ান স্থানীয় মহিলা কাউন্সিলর শাহনূর বেগম। পরম যতেœ শিশুটিকে কোলে তুলে নেন তিনি। গতকাল (রোববার) সকালে নগরীর পতেঙ্গা সৈকত সড়কের এসএপিএল কন্টেইনার ডিপোর পাশের সড়কে এমন দৃশ্যের অবতারণা হয়। স্থানীয়রা জানায়, নাম পরিচয়হীন ওই পাগলী ওই এলাকায় আছে দীর্ঘদিন থেকে। গতকাল সে রাস্তায় সন্তানের জন্ম দেয়। ছেলে শিশুটিকে সেখান থেকে তুলে নিয়ে হাসপাতালে ছুটেন শাহনূর বেগম। চিকিৎসকদের পরামর্শ নিয়ে শিশুটিকে বাসায় নিয়ে আসেন তিনি। তার স্বামী নগরীর ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন।
শাহনূর বেগম সাংবাদিকদের বলেন, সকালে আমি ৪১ নম্বর ওয়ার্ডের ফুলছড়ি পাড়ায় একটি বিচার শেষে বাড়ি ফেরার পথে এসএপিল কন্টেইনার ডিপোর কাছে রাস্তার ওপর জটলা দেখে এগিয়ে যাই। দেখি নবজাতকটির পাশে তার পাগলি মা। বোঝা যাচ্ছে নবজাতকটি সদ্য ভুমিষ্ট হয়েছে। শিশুটিকে এক কাভার্ড ভ্যান চালক একটি কাপড় দিয়ে রাস্তার ওপর শুইয়ে রেখেছিল। আর পাগলিটি পাশে দাঁড়িয়ে ছিল। নবজাতকটিকে আমি দ্রæত ৪০ নম্বর ওয়ার্ডের আরবান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তাকে পরিষ্কার করে বাসায় নিয়ে সেখানে দুধ খাইয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে শিশুটি স্বাভাবিক ও সুস্থ আছে। পরে তাকে বাসায় নিয়ে আসি।
এক দশকেরও বেশি সময় ধরে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা এবং ৩৯, ৪০, ৪১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জয়নাল আবেদীন ও শাহনূর বেগম। শিশুটিকে নিজেদের হেফাজতে রাখবেন বলে জানিয়েছেন শাহনূরের স্বামী ও ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন। শিশুটিকে পাওয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে জানিয়ে জয়নাল বলেন, শিশুটি যেহেতু সুস্থ আছে সেটিকে আমাদের হেফাজতে রাখব। পরে আইনগত ভাবে কেউ নিতে চাইলে তা পরবর্তীতে করণীয় ঠিক করব। এদিকে ঘটনাস্থলে গিয়ে পাগলীকে আর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ