Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে কাউন্সিলরের বিরুদ্ধে মাদরাসা ভাংচুরের অভিযোগ

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ছারছীনা সংবাদদাতা ঃ পটুয়াখালী পুরান বাজারস্থ মুহিব্বিয়া ছালেহীয়া দীনিয়া মাদরাসায় গত শনিবার সকালে পটুয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বাসুদেবের নেতৃত্বে ওলি, শুভ, রনি সহ বেশ কয়েজন সন্ত্রাসী পটুয়াখালী মোহেব্বিয়া ছালেহীয়া মাদরাসায় ভাংচুর ও লুটপাট চালানো অভিযোগ উঠেছে। মাদরাসার সভাপতি ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন মাদরাসা বন্ধের সুযোগে অতর্কিতে এই হামলা চালানো হয় বলে জনিয়েছেন । পটুয়াখালী বারের সভাপতি এডভোকেট ইউসুফ, আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন এই সম্পত্তিতে মহামান্য সুপ্রীম কোর্ট ৮৯৩/২০১২ নং মিস কেসে স্থগিত আদেশ প্রদান করিয়াছেন। সে স্থানে মহামান্য সুপ্রীম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও দিনের বেলায় কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে যে ভাবে এই রকম দ্বীনি প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করা এজন্য আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের শাস্তি কামনা করছি। এছাড়াও বারের সেক্রেটারি হারুন অর রশিদ, সাবেক পি পি এডভোকেট নুর জামাল মৃধা, নারী শিশু পি পি আবু জাফর সালেক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের শাস্তি কামনা করেছেন। এ ব্যাপারে পটুয়াখালী সদর নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন আমাদের প্রতিনিধিকে জনান, আমি মাদরাসায় হামলার ঘটনা শুনেছি। তিনি আরো জানান অপরাধী যেই হোক তাদেরকে বিচারের আওতায় আনা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ