বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘ দুই দশক পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এসএম বোরহান উদ্দিনকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে গতকাল (রোববার) ৫১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কিছুক্ষণ পর সন্ধ্যায় পদবঞ্চিতরা নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ করে গাড়ি ভাঙচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা এই সড়ক অবরোধের ফলে নগরীর জামালখান, আন্দরকিল্লা, কাজির দেউড়ি থেকে শুরু করে জুবিলী রোড পর্যন্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেখান থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বক্সির হাট এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েল সামনে এবং তারও পরে কর্ণফুলী সেতু এলাকার গোলচত্বর এলাকায় গিয়ে গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে।
নগর পুলিশের সহকারি কমিশনার (কোতোয়ালি জোন) জাহাঙ্গীর আলম জানান, নগরীর জামালখানে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এসময় তারা বাঁশ ও লাটিসোঠা স্তুপ করে সড়কে আগুন জ্বালিয়ে দেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা যানবাহনের উপরও চড়াও হওয়ার চেষ্টা করে। এতে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। পদবঞ্চিতদের অভিযোগ নতুন সভাপতি দক্ষিণ জেলা ছাত্রসেনার নেতা আর সাধারণ সম্পাদককে তারা কেউ চিনেন না।
১৯৯৮ সালে আব্দুল কাদের সুজনকে সভাপতি এবং আ ম ম টিপু চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছিল। এরপর ২০০৩ সালে মো. ফারুক ও ২০১১ সালে আব্দুল মালেক জনিকে আহ্বায়ক করে দুটি আংশিক কমিটি ঘোষণা করা হলেও তারা পূর্ণাঙ্গ রূপ দিতে পারেননি। ২০১৩ সালের ৪ জানুয়ারি নগরীর আন্দরকিল্লায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রতিপক্ষ গ্রæপের হামলায় নিহত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহŸায়ক আবদুল মালেক জনি। এরপর এছাড়া ঢাকায় ছাত্রলীগের সমাবেশে যোগদান শেষে ট্রেনে করে চট্টগ্রামে ফেরার পথে ট্রেন থেকে পড়ে মারা যান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম। এ ধরনের আরে নানা অপ্রীতিকর ঘটনার জের ধরে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।