Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের চিকিৎসায় ইউনাইটেড হসপিটালের মেডিক্যাল ক্যা¤প

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আশ্রয় নেয়া দুর্গত রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিতে গত ৪ থেকে ১৪ অক্টোবর ইউনাইটেড হসপিটালের চিকিৎসক ও নার্স সমন্বয়ে ৬ সদস্যের একটি টিম টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবা প্রদান করেছে। প্রতিদিন প্রায় ৩ শতাধিক রোগী এখানে চিকিৎসা সেবা নিয়েছে, যার মধ্যে বেশীর ভাগই নারী ও শিশু। ইউনাইটেড হসপিটালের এই মেডিকেল ক্যা¤েপ প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পাশাপাশি কাটা ছেঁড়া, বিভিন্ন আঘাতের প্রাথমিক ব্যবস্থাপনা দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ছাড়াও পানি, পানি রাখার পাত্র ও শুকনো খাবারও এই ক্যা¤প থেকে সরবরাহ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ