Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় যুগ পর অভিনয়ে শবনম

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দীর্ঘ ১৮ বছর অর্থাৎ দেড় যুগ পর অভিনয় ফিরছেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়িকা শবনম। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের পর শবনমকে আর কোন চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি। তবে আবারো অভিনয়ে ফিরছেন ঠিকই, তবে চলচ্চিত্রে নয়। পাকিস্তানের একটি চ্যানেলের জন্য শত পর্বের একটি সিরিয়ালে তিনি অভিনয় করতে যাচ্ছেন। সিরিয়ালটির নাম ‘মোহিনী ম্যানসন কি সানড্রিলা’। এটি নির্মাণ করবেন আলী তাহের। এরইমধ্যে শবনম সিরিয়ালটিতে অভিনয়ের জন্য স্ক্রিপ্টও পেয়েছেন। সিরিয়ালটিতে শবনম ‘শাবানা ঝরনা’ চরিত্রে অভিনয় করবেন। শবনম বলেন, ‘অনেক বছরতো অপেক্ষা করেছি দেশের চলচ্চিত্রে ভালো গল্পে অভিনয় করতে। সেই অপেক্ষা যেন শেষই হচ্ছেনা। কাজী হায়াৎ’র আম্মাজান’র পর আর কোন চলচ্চিত্রেই অভিনয় করা হলো না আমার। এদিকে আমার স্বামী রবিন ঘোষও চলে গেলেন পরপারে। একমাত্র ছেলে রনিও প্রায়ই দেশের বাইরে থাকে। যে কারণে মাঝে মাঝে একা সময় কাটাতে হয়, যা খুব কঠিন। এরমধ্যে একদিন আলী তাহের ফোনে সিরিয়ালটিতে আমাকেই লাগবে বলে স্ক্রিপ্ট পাঠায়। আমারও পছন্দ হলো। সবমিলিয়ে কাজটি করতে সম্মতি প্রকাশ করি। তাছাড়া আমার সবধরনের সুবিধাকে বিবেচনায় রেখেই তারা আমাকে নিয়ে সিরিয়ালটি নির্মাণ করবেন। সময়টা আমার ব্যস্ততার মধ্যে কাটবে, এমনটাই চেয়েছিলাম।’ সিরিয়ালটির শুটিং-এ অংশ নিতে আজ শবনম পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে একমাস শূটিং করবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ