Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৮০০ পর্বে আমার ছবি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ভিন্নমাত্রার অনুষ্ঠান ‘আমার ছবি’ ৮০০ তম পর্ব প্রচার হবে আজ। চ্যানেল আই এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সুদীর্ঘ ১৮ বছর ধরে চলছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের কর্ম ও জীবন নিয়ে প্রামাণ্য বিনোদনের অনুষ্ঠান ‘আমার ছবি’র যাত্রা চ্যানেল আইতে শুরু হয় ২০০০ সালের ২ জানুয়ারী। এর প্রথম পর্বের অতিথি ছিলেন চিত্রপরিচালক এ জে মিন্টু। ৮০০ পর্বের অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর নেপথ্য কন্ঠশিল্পী মাহবুবা রহমান। অনুষ্ঠানটি প্রসঙ্গে উপস্থাপক শফিউজ্জামান খান লোদী বলেন, পরিকল্পনায় ভিন্নতা এবং বিষয় বৈচিত্র্যের কারণে শুরু থেকেই বিভিন্ন মহলের স্বীকৃতি অর্জনে সক্ষম হয় ‘আমার ছবি’ অনুষ্ঠানটি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রামাণ্য সংগ্রহশালা হিসেবে ‘আমার ছবি’ অনুষ্ঠানটি পেয়েছে বেসরকারী আর্কাইভের খ্যাতি। আমাদের চলচ্চিত্র, সংস্কৃতির অতীত ইতিহাস সংগ্রহ এবং সংরক্ষণের পরিশ্রমসাধ্য সৃজনশীল অনুষ্ঠান ‘আমার ছবি’। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন শামীম আলম দীপেন ও শফিউজ্জামান খান লোদী। সম্পাদনায় এ কে আজাদ।। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি সোমবার সন্ধ্যা ৬টায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ