Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশসহ সেরা নয়জনকে পুরস্কৃত করল ভিশন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মিস ওয়াল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামসহ ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতার সেরা নয়জনকে পুরস্কৃত করল দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশন। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে তাদের হাতে পুরস্কার তুলে দেন আরএফএল গ্রæপ এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। পুরস্কার হিসেবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে দেয়া হয় ভিশন ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। প্রথম রানার আপ ফাতেমা তুজ জাহরাকে ৪৩ ইঞ্চি ও দ্বিতীয় রানার আপ যৌথভাবে রুকাইয়া জাহান চমক ও সঞ্চিতা রানী দত্তকে দেয়া হয় ভিশনের ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। অন্যদের দেয়া হয় ভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রæপ তাদের ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে এরই মধ্যে বিশ্বের সামনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। তিনি আশা প্রকাশ করেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলামও বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে বড় ভূমিকা রাখবেন। জেসিয়া ইসলাম বলেন, যে কোন সাফল্যের স্বীকৃতি পাওয়া অনেক আনন্দের। এজন্য তিনি ভিশন ইলেকট্রনিক্সকে বিশেষ ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরএফএল ইলেকট্রনিক্স এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান পরিচালন কর্মকর্তা বিপ্লব বিশ্বাস ও মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ। এছাড়া উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজ এর কর্ণাধার স্বপন চৌধুরী। উল্লেখ্য, ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ এর কো-পাওয়ার্ড বাই ছিল দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ