প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মুম্বাইয়ের পাঁচ বন্ধু, পাঁচ তরুণ- অর্জুন (বরুণ সোবতি), জয়েশ (জয় উপাধ্যায়), রাশিদ (অবিনাশ তিওয়ারি), মেহরোশ (নকুল ভাল্লা) এবং ডোমি (বিশাল মালহোত্রা)। প্রত্যেকেরই হয়তো ভিন্ন ভিন্ন মত আর নীতি আছে, তবে তাদের মধ্যে অভিন্নতা আর বন্ধন হল ফুটবলকে ঘিরে। নাগরিক জীবনের জটিলতা আর দুঃখ এড়াবার জন্য তারা জুহু সৈকতে এক সঙ্গে ফুটবল খেলে থাকে। ফুটবলই তাদের অ্যাডভেঞ্চার আর বিনোদন। কিন্তু হঠাৎ একদিন তাদের এই বিনোদনে যতি পড়ে। তুচ্ছ একটি ঘটনার পর স্থানীয় এক জনকল্যাণ সমিতি জুহুর সেই খেলার জায়গাটিতে তাদের ফুটবল খেলা নিষিদ্ধ করে দেয়। পারিবারিক আর সামাজিকভাবে তারা নানা ধরণের সমস্যায় পড়তে শুরু করে। একদিন তারা সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাদের ফুটবল খেলার জায়গাটি ফিরে পেতে হবে।
হলিউড শীর্ষ পাঁচ
১. বেøড রানার টোয়েন্টি ফর্টিনাইন ২. মাউন্টেন বিটউইন আস ৩. অ্যামেরিকান মেইড ৪. কিংসম্যান : দ্য গোল্ডেন সার্কল ৫. ইট
বলিউড শীর্ষ পাঁচ
১. জুড়োয়া টু ২. শেফ ৩. ভূমি ৪. নিউটন ৫. তু হ্যায় মেরা সানডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।