Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য মাউন্টেন বিটউইন আস

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

২০১০ সালে প্রকাশিত চার্লস মার্টিনের একই নামের উপন্যাস অবলম্বনে অ্যাডভেঞ্চার রোমান্টিক ড্রামা ‘দ্য মাউন্টেন বিটউইন আস’ পরিচালনা করেছেন হানি আবু-আসাদ। ‘দি আইডল’ (২০১৫), ‘ওমর’ (২০১৩), ‘ডু নট ফরগেট মি ইস্তাম্বুল’ (২০১০) এবং ‘প্যারাডাইজ নাউ’ (২০০৫) আবু-আসাদ পরিচালিত চলচ্চিত্র।
সার্জন বেন ব্যাস (ইড্রিস এলবা) আর লেখিকা-ফোটোজার্নালিস্ট অ্যালেক্স মার্টিন (কেইট উইন্সলেট) দুই মেরুর মানুষ, কিন্তু নিয়তি এক যাত্রায় তাদের পথ এক করে দেয়। ফ্লাইট ধরতে না পেরে একটি ছোট বিমানে করে যাত্রা শুরু করে। পথে পাইলট স্ট্রোকে আক্রান্ত হলে তাদের বিমানটি একটি নির্জন আর দুর্গম তুষার ঢাকা পাহাড়ে বিধ্বস্ত হয়। বেনের পাঁজরের হাড় আর অ্যালেক্সের পা ভাঙলেও তার বেঁচে যায়। পাইলটের কুকুরকে নিয়ে লোকালয়ে নিরাপদে পৌঁছতে চাইলে শুধু পরস্পরের ওপরই নয় ভাগ্যের ওপরও নির্ভর করতে হবে তাদের।গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ