বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ারের নটিয়াপাড়া থেকে মির্জাপুর পর্যন্ত ভয়াবহ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটের যাত্রীরা। রাস্তায় আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। যানবাহন নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকার কারণেই এই যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন এই রুটের যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের সরকারি ছুটি পাওয়ায় অনেকেই রাজধানী ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। এ জন্য মহাসড়কে আজ অন্যদিনের তুলনায় যানবাহনের চাপ ছিল কিছুটা বেশি।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের অধিকাংশ যানবাহন চলাচল করে বলে এই সড়কে যানজটের আশঙ্কা এমনিতেই থাকে বেশি।
পাশাপাশি যাত্রীবাহী অনেক বাসের নিয়ম ভেঙ্গে ওভারটেকিং করার প্রবণতার কারণে মহাসড়কে ভয়াবহ যানজট লেগে যায়।
কিন্তু এ ধরনের অনিয়ম এড়াতে বা যানবাহন নিয়ন্ত্রণে মহাসড়কে তেমন কোন তৎপরতা চোখে পড়েনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।