Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কুমিল্লা সরকারি মহিলা কলেজ

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

অনার্স প্রথমবর্ষের ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে এবার উচ্চশিক্ষার পালা। আগামী দিনের ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে অনার্সে ভর্তি হওয়া ছাত্রীদের হাতে রজনীগন্ধা আর চোখেমুখে নতুন দিগন্তের হাসিতে রাঙিয়ে উঠেছে দক্ষিণ-পূর্ব বাংলার শ্রেষ্ঠ নারী শিক্ষা বিদ্যাপীঠ নগরীর মনোহরপুরে অবস্থিত কুমিল্লা সরকারি মহিলা কলেজের ক্যাম্পাস। গতকাল রোববার ১৩টি বিষয়ে অনার্স প্রথমবর্ষে পা রেখে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় নবীন ছাত্রীরা।
আনন্দঘন পরিবেশে অনার্স প্রথমবর্ষে ভর্তি হওয়া বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, সমাজকল্যাণ, পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, হিসাববিজ্ঞান বিভাগের প্রায় সাড়ে ৭০০ ছাত্রীকে রজনীগন্ধায় বরণ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিভাগীয় শিক্ষকরা। অনার্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এ দিনটিকে স্মরণীয় করে রাখতে কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয় ওরিয়েন্টেশন ক্লাসের। আর এ আয়োজন ঘিরে অনার্সের নবীন ছাত্রীদের মাঝে সৃষ্টি হয় মনোমুগ্ধকর আমেজ।
কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আজহারুল ইসলাম ভ‚ঁইয়া ও যুগ্ম সম্পাদ মোহাম্মদ মহসীনের সঞ্চালনায় ওরিয়েন্টেশন ক্লাসের আলোচনায় শিক্ষার সার্বিক মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মো. রুহল আমিন ভ‚ঁইয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু তাহের। বিভাগীয় প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের ড. আবু হেনা এম আবদুল আউয়াল, রাষ্ট্রবিজ্ঞানের ড. খালেদা নাসরিন, ইংরেজির রেহানা পারভীন, দর্শনের মো. আজহারুল হক, পদার্থের ড. মুজিবুল হায়দার চৌধুরী, গণিতের মো. আফতাব উদ্দিন, হিসাব বিজ্ঞানের আজহারুল ইসলাম, রসায়নের সমাপ্ত কুমার সাহা, উদ্ভিদের আবু তৈয়ব মো. মোসলেহ উদ্দিন, প্রাণী বিজ্ঞানের নাছিমা পারভীন আক্তার, সমাজকল্যাণের আবদুল্লাহ মাসুদ, অর্থনীতির আইভি সুলতানা শেলি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ