শফিউল আলম : পাহাড় কেটে-খুঁড়ে ভবন ও বস্তির সারি, খাল-ছড়া ও নালার ওপর ঘরবাড়ি ও মার্কেট, পুকুর-দীঘি নির্বিচারে ভরাট, ন্যাড়া পাহাড়-টিলার কান্নাÑএই হচ্ছে হালের চট্টগ্রাম মহানগরী ও শহরতলির ব্যাপক এলাকার সাধারণ দৃশ্য। বঙ্গোপসাগরের কিনার, পাহাড়ি খরস্রোতা কর্ণফুলী নদী, সারি সারি...
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তার দপ্তরে গতকাল (সোমবার) পরিকল্পিত নগরায়ন বিষয়ে স্থপতি জেরিনা হোসেন ও সুভাষ বড়–য়া সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত বৈঠকে তারা পরিকল্পিত নগরায়নের বিষয়ে কতিপয় প্রস্তাবনা তুলে ধরেন। তারা...