বিশ্ব সাহিত্যের প্রসিদ্ধ লেখক-কবিদের কবিতা ও সাহিত্যের বাংলা অনুবাদের সংখ্যা খুবই কম। গত কয়েক দশকে বিশ্বে সাড়া জাগানো যেসব বই ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে; তার সামান্যই বাংলা অনুবাদ বাংলাদেশের বই পিপাসুদের হাতে এসেছে। অনেক অনুবাদে শব্দগত ও ভাষাগত ভুলভাল অনুবাদ করায় মূল বইয়ের সাহিত্যরস থেকে বঞ্চিত হয়েছেন পাঠক। এবারও বইমেলায় পাঠকদের জন্য বেশ কয়েকটি অনুবাদ বই এসেছে। কিন্ত মহাকবি হোমারের ইংরেজি ভাষায় রচিত ‘ইলিয়াড অ্যান্ড ওডিসি’র বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। বইটির ঝড়ঝড়ে বাংলা অনুবাদ পড়েই পাঠকরা ইংরেজি মূল বইয়ের সাহিত্যরস...