পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সদ্য পদত্যাগকারী গভর্নর ড. আতিউর রহমানকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। হাইকোর্টের একটি বেঞ্চে এ বিষয় শুনানি হতে পারে বলে জানিয়েছেন ওই আইনজীবী। রিটে আতিউর রহমানের পাসপোর্ট জব্দের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া রিজার্ভ চুরির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে অর্থমন্ত্রী, অর্থ সচিব, মন্ত্রীপরিষদ সচিবসহ মোর্ট চারজনকে। এ বিষয়ে রিটকারীর আইনজীবী সাংবাদিকদের বলেন, ইতোপূর্বে সোনালী, বেসিক ব্যাংকের টাকা লুট হয়েছে। শুধুমাত্র তদন্ত হয়, কিন্তু কোন ধরনের বিচার হয়নি। দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট হয়েছে, এটার দায় গভর্নর এড়াতে পারেন না। তিনি কেন পদত্যাগ করলেন, এটা সন্দেহজনক। তিনি যে কোন সময় দেশ ছাড়তে পারেন তাই তার পাসর্পোট জব্দ করে বিচার বিভাগীয় তদন্ত করার দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, টাকা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনা মুখে পড়েন আতিউর রহমান। পরে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।