Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঝগড়া করলে বউকে পেটানোই উচিত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিহারের মহিলাদের মত

‘স্ত্রী ঝগড়া করলে স্বামী তাকে পেটাতেই পারে’। এ মতামত বিচ্ছিন্ন কারোর নয়, ভারতের বিহার রাজ্যের ৩৭ শতাংশ মহিলা এই ধারণায় বিশ্বাসী। ‘ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে’র করা সমীক্ষায় এই ছবি স্পষ্ট হয়েছে। দেশের অন্যতম পিছিয়ে পড়া এ রাজ্যে নারীর সমানাধিকারের অবস্থাও যে একেবারেই পেছনের সারিতে তা প্রকট হয়েছে এখানে।
এই ছবিটা যে শুধুমাত্র গ্রামীণ বিহারের, তা নয়। বিহারের কর্মরত মহিলাদের ৫৬ শতাংশ বউ পেটানোকে যুক্তিযুক্ত বলে মনে করেন। ১৫ থেকে ১৯ বছর বয়সের ৪৯ শতাংশ, শহুরে মহিলাদের ৩৭ শতাংশও একই মত পোষণ করেন। মোট ৪৫ হাজার ৮শ’ ১২ জন মহিলার ওপর কেন্দ্রীয় পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রকের তরফে সমীক্ষা চালায় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। তাদের সমীক্ষায় ধরা পড়েছে যে, বিহারের ৪১ শতাংশ মহিলার বিশ্বাস শ্বশুর-শাশুড়িকে অসম্মান করলে স্বামীর স্ত্রীকে মারধর করার সম্পূর্ণ অধিকার রয়েছে।
কী কী কারণে স্ত্রীকে মারধর করা যুক্তিযুক্ত বলে মনে করেন বিহারের মহিলারা, তার একটা তালিকাও তুলে ধরা হয়েছে। পরিবার বা সন্তানদের ঠিকমতো দেখাশোনা না করা, রান্না ভাল না হওয়া এবং স্ত্রীর পর-পুরুষে আসক্ত হওয়া। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 



 

Show all comments
  • মানিক ১২ অক্টোবর, ২০১৭, ২:৪১ এএম says : 0
    আমি একমত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ