Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা সম্প্রসারণে ভারতীয় সৌন্দর্য বিশেষজ্ঞ বান্দারা এখন ঢাকায়

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পদ্মভূষণ অর্জন করা আন্তর্জাতিক সৌন্দর্য বিশেষজ্ঞ ও ভারতভিত্তিক ওয়েলনেস ব্র্যান্ড ভিএলসিসি’র প্রতিষ্ঠাতা বান্দারা লুথরা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকায় এসেছেন। এক দিনের সফরে বান্দারা গতরাতে ঢাকা পৌঁছান। আজ তিনি ভিএলসিসি’র বাংলাদেশের গ্রাহকদের সাথে মতবিনিময় করবেন এবং এ দেশে তাদের ব্যবসায়িক সেবা সম্পর্কে গ্রাহকদের মতামত শুনবেন। এছাড়া বান্দারা ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সাথেও কথা বলবেন, তুলে ধরবেন বাংলাদেশের বাজার ঘিরে ভিএলসিসি’র সামনের পরিকল্পনা। ভিএলসিসি ঢাকার গুলশান এবং ধানমন্ডিতে দুটি স্লিমিং, বিউটি অ্যান্ড ফিটনেস সেন্টার পরিচালনা করছে। ত্বক, চুল এবং শরীরের যতেœ তৈরি ভিএলসিসি’র ন্যাচারাল সায়েন্সের বিভিন্ন পণ্য-সামগ্রী এ দুটো আউটলেট ছাড়াও সুপার শপগুলোতে পাওয়া যাচ্ছে। ওজন কমানোর মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির সেবামূলক প্রতিষ্ঠান ভিএলসিসি কার্যক্রম শুরু করে ১৯৮৯ সালে। ভিএলসিসি হেলথ কেয়ার লিমিটেড ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে সৌন্দর্য ও সুস্থতার বিভিন্ন পণ্য-সামগ্রী এবং সেবার মাধ্যমে ব্যাপক পরিচিত লাভ করেছে। সৌন্দর্য এবং সুস্থতার সেবা সমাধান নিয়ে এই প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়া, দক্ষিন-পূর্ব এশিয়া, উপ-মহাসাগরীয় অঞ্চল এবং পূর্ব আফ্রিকার ১১টি দেশের ১৩৫টি শহরের ৩১৩টি স্থানে গ্রাহকদের সেবা দিচ্ছে। ভিএলসিসি ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মালয়শিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত এবং কেনিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। ভারতেই ভিএলসিসি’র ১৯৭টি ওয়েলনেস সেন্টার রয়েছে। অন্য ১০টি দেশে রয়েছে আরো ৪৯টি সেন্টার। ভারত ও উপ-মহাসাগরীয় অঞ্চলের ভিএলসিসি’র তৈরি করা ১৬৯ ধরণের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ারের জন্য ব্যবহার্য ও খাদ্য পণ্য রয়েছে। ভারত ও উপ-মহাসাগরীয় অঞ্চলে ভিএলসিসি’র পরিবেশকরা ৭২ হাজারের বেশি আউটলটে তাদের পণ্যসম্ভার পৌঁছে দিচ্ছেন। এছাড়াও ই-কমার্স সাইট ও টেলি শপিটং ব্যবহার করেও গ্রাহকরা তাদের পণ্য ক্রয় করতে পারছেন। ভিএলসিসিতে চার হাজারেরও বেশি কর্মী কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন পেশাদার চিকিৎসক, পুষ্টিবিদ, ফিজিও থেরাপিস্ট এবং প্রসাধন বিশেষজ্ঞ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসা সম্প্রসারণে ভারতীয় সৌন্দর্য বিশেষজ্ঞ বান্দারা এখন ঢাকায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ