Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমিই ফার্স্টলেডি’ আসরে হাজির ট্রাম্পের ‘অন্য’ স্ত্রী

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ফার্স্ট লেডি বিভ্রাটে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন স্ত্রী ইভানা ট্রাম্প দাবি করলেন তিনিই আইনগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি, মেলানিয়া ট্রাম্প নয়। এ দাবির পরই রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে মেলানিয়ার বক্তব্য, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে একজনই ফার্স্টলেডি, সেটা আমি’। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইভানা ট্রাম্পের দাবি ঘিরেই যাবতীয় বিতর্ক। বর্তমান প্রেসিডেন্টের প্রসঙ্গ উঠতেই ৬৮ বছরের ইভানা বলেন, ‘হোয়াইট হাউসে তাকে (ডোনাল্ড ট্রাম্পকে) আমি সরাসরি ফোন করতে পারি। কিন্তু আমি চাই না ওকে ফোন করতে। কারণ, ওখানে মেলানিয়া রয়েছে। আমি চাই না কোন রকম বিদ্বেষ তৈরি করতে। কারণ, আমি ট্রাম্পের প্রথম স্ত্রী, আমিই ফার্স্টলেডি’।
এরপরই খেপে যান মেলানিয়া। হোয়াইট হাউস থেকে সরাসরি বিবৃতি দিয়ে মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেন, ‘মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে সুখেই আছেন। ফার্স্টলেডি’র সম্মান নিয়েই থাকেন। তার সুখের সংসার। কোন প্রাক্তনের দাবির এখানে কোন ভিত্তি নেই। দুর্ভাগ্যবশত এসব প্রচার পাওয়ার উদ্দেশ্যেই বলা হচ্ছে’।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা, ডোনাল্ড জুনিয়র এরিকের মা ইভানা ট্রাম্প। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • সজিব ১১ অক্টোবর, ২০১৭, ১:৫৮ এএম says : 0
    ট্রাম্পের বক্তব্য কই ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ