Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে প্রথম বীমা মেলা ২৩ মার্চ

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : প্রথমবারের মতো রাজধানীতে বসছে বীমা  কোম্পানিগুলোকে নিয়ে মেলা। দেশে ব্যাংকিং মেলার পর এবার বীমা মেলার আয়োজন করা হচ্ছে।
আগামী ২৩ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলায় এক ছাদের নিচে দেশের সবগুলো বীমা  কোম্পানি অংশগ্রহণ করবে।
 মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ২৩ মার্চ থেকে শুরু হয়ে ২৫ মার্চ শেষ হবে এ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। মেলায় ক্লিয়ারিং সেটেলমেন্ট, সেমিনার ছাড়াও সঙ্গীতানুষ্ঠান ও রাফেল ড্র-এর ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আইডিআরএ।
মেলা বিষয়ে আইডিআরএ ২১ মার্চ সোমবার এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে  মেলার বিস্তারিত তুলে ধরবে বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে প্রথম বীমা মেলা ২৩ মার্চ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ