পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
প্রেস বিজ্ঞপ্তি : সেক্টর কর্পোরেশন সমন্বয় পরিষদের এক সভা গত ১৫ মার্চ সংগঠনের আহ্বায়ক খান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে সভার সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও বরাবরের মতো এবারও অদ্যাবধি জাতীয় মজুরি কমিশন গঠন না করায় রাষ্ট্রায়ত্ত সেক্টরের শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সেক্টর কর্পোরেশন সমন্বয় পরিষদের বিভিন্ন সদস্যভুক্ত ফেডারেশনের পক্ষ থেকে জাতীয় মজুরি কমিশন গঠন ও বাস্তবায়নের দাবি সত্ত্বেও অদ্যাবধি মজুরি কমিশন গঠন করা হয়নি। সভায় অবিলম্বে জাতীয় মজুরি কমিশন গঠন ও ঘোষণার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।