Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট ছাড়াই ৩১ চেয়ারম্যান আ.লীগের

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩১ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে ৭৯ ইউপিতে বিএনপির কোনো চেয়ারম্যান প্রার্থী নেই। ৬৪৩ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ১৭টি রাজনৈতিক দলের ১ হাজার ৫০৭ ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে ১ হাজার ১৭৭ জন। গত রোববার ২য় ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের ছিল শেষ দিন । আগামী ৩১ মার্চ তৃতীয় ধাপে ৬৪৩ ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম জানান, দ্বিতীয় ধাপে ৩১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে ফেনীর পরশুরামে তিন ইউপিতে ৩ জন প্রতিদ্বন্দ্বীহীন ছিল। মনোনয়নপত্র বাছাইয়ের আগে এখানে নির্বাচন বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউপিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। বাকি ৬৪২ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী রয়েছে দলটির। এর মধ্যে ৩১ আওয়ামী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রয়েছে মোট ৫৬৪ ইউপিতে। এ ধাপে ৭৯ ইউপিতে কোনো প্রার্থী নেই দলটির। দুই ধাপে আ.লীগের ৯৩ প্রার্থী নির্বাচিত, বিএনপির মোট ১৯৮ ইউপিতে কোনো প্রার্থী নেই।
ইসি কর্মকর্তারা জানান, প্রথম ধাপে ৬২ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে নির্বাচিত হন আরো ৩১ জন। সব মিলিয়ে দুই ধাপে দলটির ৯৩ জন ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট ছাড়াই ৩১ চেয়ারম্যান আ.লীগের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ