Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশি যুবকের উপর চড়াও ট্রাম্প-সমর্থক

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক খন্দকার উসামার উপর চড়াও হয়েছেন ট্রাম্পের এক সমর্থক। উসামা ও তার হিস্পানিক সহপাঠীকে দেখে ক্ষিপ্ত ট্রাম্পের ওই সমর্থক বলেছেন, ‘এখানে কী চাও, নিজের দেশে ফিরে যাও।’ তিনি বলেন, ‘ট্রাম্প তোমাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করবে।’
গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা বলেছেন উসামা। উসামা যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উইচিটা স্টেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। উসামা জানান, গত শুক্রবার মধ্য রাতের পর এক অনুষ্ঠান থেকে ফেরার পথে খাবার কিনতে হিস্পানিক সহপাঠীকে নিয়ে তিনি দোকানে ঢোকেন। সেখানে তখন এক দরিদ্র আফ্রিকান-আমেরিকানকে খিস্তি করছিলেন শ্বেতাঙ্গ যুবক। উসামা ও তার বন্ধুকে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। চিৎকার করে বলেন, ‘এখানে কী চাও, নিজের দেশে ফিরে যাও।’
উইচিটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সহ-সভাপতি উসামা ওই সাক্ষাৎকারে বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে শ্বেতকায় যুবকটি তাদের দুজনের উপর চড়াও হন ও কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় যুবকটি ‘ট্রাম্প, ট্রাম্প’ বলে চিৎকার করছিলেন। যুবকটি সদম্ভে ঘোষণা দেন, ‘ট্রাম্প তোমাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করবে।’ পুলিশ আসছে টের পেয়ে যুবকটি দ্রুত তার মোটরসাইকেল নিয়ে কেটে পড়ে।
স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশি যুবকের উপর চড়াও ট্রাম্প-সমর্থক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ