পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জনগণ তথ্য ভাণ্ডারে প্রবেশাধিকার পেলে সুশাসন ও দুর্নীতি দূর হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে টেকসই উন্নয়ন করি এ প্রতিপাদ্য নিয়ে এ র্যালির আয়োজন করে তথ্য কমিশন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে কয়েকটি সমস্যা বিরাজ করছে। এগুলো হলো- সুশাসনের সমস্যা, ইতিহাস বিকৃতি, বৈষম্য, দুর্নীতি ও প্রশাসনের জবাবদিহিতার সমস্যা। জনগণ তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ পেলে এসব সমস্যা দূর হবে।
তিনি বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে সরকার ২৫ হাজার ওয়েব পোর্টাল তৈরি করেছে। এ পোর্টালগুলো সুশাসনের সমস্যা, ইতিহাস বিকৃতি, বৈষম্য, দুর্নীতি ও প্রশাসনের জবাবদিহিতার দূর করতে সাহায্য করবে। র্যালিতে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।