Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গতি ফিরেছে নিবন্ধনে, সমতা ও শৃঙ্খলা ফিরেছে ত্রাণ বিতরণে

রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পুনর্বাসন কাজ শুরু করেছে সেনাবাহিনী

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার ব্যুরো : সরকারের নির্দেশে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গতকাল থেকে পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যরা গতকাল শুক্রবার থেকে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সেড নির্মাণ, নিবন্ধন কার্যক্রম, ত্রাণ বিতরণে শৃংখলা ফিরিয়ে আনা, সর্বপোরি পূর্ণবাসনের কাজ তদারকি শুরু করেছেন।
শুক্রবার দুপুরের দিকে সেনা সদস্যরা ত্রাণ কার্যক্রমের দায়িত্ব নিতে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। সেনা সদস্যরা প্রথমে বিক্ষিপ্ত ভাবে যত্রতত্র অবস্থান নেয়া রোহিঙ্গাদের ক্যাম্পের অভ্যন্তরে সরিয়ে নেয়ার কাজ শুরু করেন। এছাড়াও ক্যাম্পগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আজ শনিবার সকালে ক্যাম্পের (বøক ভিত্তিক) রোহিঙ্গা মাঝিদের সঙ্গে বৈঠক করবেন সেনা বাহিনীর মেজর পর্যায়ের কর্মকর্তাগণ। শুক্রবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌছেন সেনা বাহিনীর মেজর পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। তারা কুতুপালং ক্যাম্প ইনচার্জ মোঃ রেজাউল করিমকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের জন্য নতুন ক্যাম্প নির্মাণের জন্য নির্দিষ্ট স্থানটি পরিদর্শন করেন।
গত বৃহস্পতিবার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক পরিদর্শন করার পর গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে রোহিঙ্গাদের পূর্ণবাসনে মাঠে নামেন সেনাসদস্যরা। বিজিবি ও সংশ্লিষ্টরা শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম ১১ দিনের মাথায় সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছেন গতকাল। এতে করে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রমে নতুন করে গতি ফিরে এসেছে। সেনাবাহিনীর পুরোদমে নিবন্ধন কার্যক্রম চালিয়ে যেতেও দেখা গেছে।
এদিকে পার্সপোট অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রিদুয়ান জানান, মিয়ানমার হতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কাজ গতকাল শুক্রবার থেকে ৫০টি বুথ খোলা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নিবন্ধনের কার্যক্রম শেষ করতে অধিক ৪/৫ মাস লাগতে পারে। এ পর্যন্ত ১১ হাজার রোহিঙ্গাকে বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন ও পরিচয় পত্র সরবারহ করা হয়েছে বলে তিনি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসনের সঙ্গে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করছে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পাসর্পোট অধিদপ্তর। এই প্রকল্পের ডেপুটি পরিচালক লেঃ কর্নেল শফিউল আলম জানান, নিবন্ধনের সময় প্রত্যেকের দশ আঙ্গুলের চাপ, ছবি, বাংলাদেশে প্রবেশের সময় এবং মিয়ানমারে তাদের ঠিকানা লিপিবদ্ধ করা হবে। দেওয়া হবে পরিচয় পত্র।
গতকাল শুক্রবার বিকেলে কুতুপালং ক্যাম্প ও বালুখালী ক্যাম্পে ৩০টি বুথে রোহিঙ্গাদের নিবন্ধন কাজ চলতে দেখা গেছে। আঙ্গুলের ছাপ, ছবি তোলা ও তথ্য সংরক্ষণ করতে একেকজন রোহিঙ্গার জন্য গড়ে তিন থেকে চার মিনিট সময় প্রয়োজন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।



 

Show all comments
  • H M Abu Bakar ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ২:০৭ পিএম says : 0
    ত্রান বিতরণে সেনাবাহিনীর যোগদানকে স্বাগত জানাই।
    Total Reply(0) Reply
  • Al-Amin Mahmud ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ২:০৮ পিএম says : 0
    Hats off to Bangladesh Army. We have deep faith in your sincere efforts for serving and saving the nation.
    Total Reply(0) Reply
  • Srabonty Rahman Muna ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ২:০৯ পিএম says : 0
    বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন, যেমনটি সবসময়ই সেনাবাহিনীরা করে আসছেন।। তাদের কাছে এইটুকুই আশাবাদী আমরা সকলেই...!!
    Total Reply(0) Reply
  • Sakayat Moon ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ২:০৯ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা সেনাবাহিনী কে সঠিকভাবে দায়িত্ব পালন করার তাওফিক দিন। আমিন
    Total Reply(0) Reply
  • Md Hasan ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ২:১০ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ্‌।
    Total Reply(0) Reply
  • Jahangir Alom ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ২:১০ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ্‌ তাই সেনাবাহিনী আমাদের র্গব তাদের উপর বিশ্বাস আছে।
    Total Reply(0) Reply
  • Jane Alam Jony ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ২:১১ পিএম says : 1
    বাংলাদেশে গর্ব করার মতো একটি ফোস সামরিক বাহিনী
    Total Reply(0) Reply
  • এম ডি আব্দুল হান্নান ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ২:১২ পিএম says : 0
    রোহিঙ্গাদের জন্য সেনাবাহিনী কাজ করলে নিরপেক্ষতা বজায় থাকবে।
    Total Reply(0) Reply
  • MD Azizul Hoque Chowdhury ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৫৫ পিএম says : 0
    অনেক ভাল হল এইভার ত্রাণ কাজে শৃঙ্খলা ফিরে অাসবে।
    Total Reply(0) Reply
  • Jasim Uddin ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৫৫ পিএম says : 0
    অনেক শুভ কামনা আমাদের প্রাণ প্রিয় সেনাবাহিনীকে।
    Total Reply(0) Reply
  • Rony ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ৬:৩৯ পিএম says : 0
    এটা আমাদের বড় সাফল্য ।
    Total Reply(0) Reply
  • Al Amin ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ৭:০৩ পিএম says : 0
    বাংলাদেশ আর্মি আমাদের অহংকার । তোমরা কখনও করিও না বাংলাকে অসম্মান । বাংলার মানুষ তোমাদের প্রতি রেখেছে বিশ্বাস । গড়বে তোমরা বাংলাকে ...........
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ