Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাহুল গান্ধীকে শোকজ নোটিশ সংসদের এথিক্স কমিটির

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কখনও ব্রিটেনের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন কিনা, তা জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠিয়েছে সংসদের এথিক্স কমিটি। কমিটির সদস্য অর্জুন রাম মেঘলাল নোটিশ পাঠানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, এটা খুবই গুরুতর বিষয়। রাহুলের জবাব পাওয়ার পর কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে। কংগ্রেসের সহ-সভাপতি রাহুলের নাগরিকত্ব নিয়ে প্রথম সরব হন বিজেপি সাংসদ সুব্রামানিয়াম স্বামী। এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয় লোকসভার স্পিকারের কাছে। তিনি বিষয়টি লালকৃষ্ণ আদভানীর নেতৃত্বাধীন এথিক্স কমিটির কাছে পাঠিয়ে দেন। এর প্রেক্ষিতেই রাহুলকে নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, স্বামী অভিযোগ করেন যে, ইংল্যান্ডে একটি কোম্পানি খুলতে চেয়ে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেন। তিনি রাহুলের নাগরিকত্ব খারিজেরও দাবি জানান। সূত্র : এবিপি আনন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাহুল গান্ধীকে শোকজ নোটিশ সংসদের এথিক্স কমিটির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ