Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবদুল্লাহপুর-মতিঝিল রুটে মহিলা বাস

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানী উত্তরার আবদুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (মঙ্গলবার) থেকে এ সার্ভিস চলবে। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৭টায় আবদুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে এ বাসটি মহিলা যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকেল ৫টায় মতিঝিল থেকে আবার আবদুল্লাহপুরের উদ্দেশে ছাড়বে। এ ছাড়া চট্টগ্রামেও ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে চালু হয়েছে মহিলা বাস সার্ভিস। এ সার্ভিসের আওতায় দু’টি বাস নগরীর নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট হতে কাঠগড় চলাচল করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবদুল্লাহপুর-মতিঝিল রুটে মহিলা বাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ