পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য স¤প্রসারণের আগ্রহ প্রকাশ করেছেন এবং যুক্তরাজ্য থেকে বিশ্বমানের অভিজ্ঞতা ও প্রযুক্তি নেয়ার আহŸান জানিয়ে বলেছেন, এটি বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রত্যাশা পূরণে সহায়ক হবে। গতকাল রবিবার ঢাকা পৌঁছে এই ব্রিটিশ দূত বলেন, আমি পুনরায় বাংলাদেশে আসতে পেরে আনন্দিত এবং আমি আমাদের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার ও গভীর করার লক্ষ্যে কাজ করতে অত্যন্ত আগ্রহী।
ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশনারা আলীর নেতৃত্বে ব্রিটিশ রেল কোম্পানির ৯ সদস্যের একটি প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর করছে। প্রতিনিধি দলটির লক্ষ্য হচ্ছে রেল সেক্টরে ব্রিটেনের অভিজ্ঞতা তুলে ধরা এবং বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বে যুক্তরাজ্যের সংশ্লিষ্টতার ওপর গুরুত্বারোপ করা।
ব্রিটিশ এমটি রুশনারা আলীর এটি এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফা বাংলাদেশ সফর। এবার তার সফর সঙ্গী হয়েছে ব্রিটিশ রেল কোম্পানির কনসালটেন্সি, সিস্টেম ডিজাইন, রোলিং স্টক ও অপারেশন্সসহ বিভিন্ন বিভাগের একটি পূর্ণাঙ্গ বিশেষজ্ঞ দল।
এই সফরকালে ব্রিটিশ দূতের ঢাকা মেট্টো রেল এলাকা পরিদর্শন এবং দু’দেশের রেল সংক্রান্ত সহযোগিতার বিষয়ে একটি বিশেষ সেমিনারে অংশ নেয়ার কথা রয়েছে।
তাছাড়া তার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, রেলমন্ত্রী ও অর্থমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এসব বৈঠকে তিনি ভবিষ্যত বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
রুশনারা আলী তার নিজ জেলা সিলেট সফর করবেন এবং এখানে তিনি ব্রিটিশ বিনিয়োগের প্রকৃত ও সম্ভাবনাময় জায়গাসমূহ ঘুরে দেখবেন। তাছাড়া তিনি বাংলাদেশের উন্নয়নে সহায়তাকল্পে পরিচালিত কতিপয় ইউকেএইড সাপোর্টেড কর্মসূচিও দেখবেন। তিনি আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে তার সরকারি সফর শেষ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।