Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

উভয় শেয়ারবাজারে দরপতন

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় বাজারে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। গতকাল রোববার সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কমলেও দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবক’টি সূচকই বেড়েছিল। তবে এক দিনের ব্যবধানে সোমবার উভয় বাজারে সবক’টি সূচকের পতন ঘটেছে।
সোমবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পতনে সূচকের নিম্নমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। প্রথম দেড় ঘণ্টায় সূচকের সামান্য পতন ঘটে। কিন্তু এরপর বাজারে বিক্রি চাপ আগের তুলনায় বেড়ে গেলে পতনের পরিমাণ বেড়ে যায়। এর ফলে ১২ দশমিক ৫৬ পয়েন্ট কমে দিনশেষে ডিএসইএক্স ৪৪৬৭ দশমিক ৬১ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এছাড়া ১ দশমিক ৬৩ পয়েন্ট কমে শরিয়াহ সূচক ১০৮৫ দশমিক ৪১ পয়েন্টে ও ৯ দশমিক ০৪ পয়েন্ট কমে ডিএস ৩০ সূচক ১৭১২ দশমিক ৪৮ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।
এদিকে সোমবারও ৩০০ কোটি টাকার ঘরেই লেনদেন হয়েছে ডিএসইতে। রোববারের তুলনায় ৩১ কোটি ৭ লাখ টাকা কমে দিনশেষে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৭৫ লাখ টাকা। এ নিয়ে টানা ৮ দিনই ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হলো ডিএসইতে।
লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর। লেনদেনের শীর্ষে রয়েছে আমান ফিড। দিনশেষে কোম্পানিটির ২০ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের লেনদেন হয়েছে ১৩ কোটি ১২ লাখ ৫ হাজার টাকা। ৯ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, সিএমসি কামাল।
অপরদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ৪৩ পয়েন্ট কমে দিনশেষে ৮৩৭৭ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। রোববারের তুলনায় ২ কোটি টাকা কমে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উভয় শেয়ারবাজারে দরপতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ