পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, মিয়ানমারের রাখাইনে সহিংস পরিস্থিতিতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এতে করে আবারও অনেক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষদের জীবনের স্বার্থে আমি সবপক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।’ গত শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এখন আসলে আক্রান্তদের দিকে মনোযোগ দেওয়ার সময়। মিয়ানমার সরকারের উচিত মানবাধিকার ও ত্রাণ সংস্থাগুলোকে মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়া। আগামী দুই সপ্তাহের মধ্যে ত্রাণ কার্যক্রম চালাতে জাতিসংঘ ও রেডক্রসকে অনুমতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।
গ্যাব্রিয়েল বলেন, গত কয়েকদিনে আমরা মিয়ানমার নিয়েই কথা বলছি। এই সময়ে ২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে আর এটি সামলানো বাংলাদেশের জন্য কঠিন। বাংলাদেশের এমন পদক্ষেপকে আমরা প্রশংসা করি ও স্বাগত জানাই।
জাতিসংঘের সেন্ট্রাল এমার্জেন্সি ফান্ড (সিইআরএফ) এর মাধ্যমে জার্মানিও এই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বলে জানান গ্যাব্রিয়েল। তিনি বলেন, সা¤প্রতিক এই সঙ্কটে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে যে, রাখাইনে টেকসই পরিবর্তন দরকার। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের দেওয়া প্রস্তাবগুলো জার্মান সরকার সমর্থন করে বলে তিনি অং সান সুচিকে সেগুলো বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতিতে মিয়ানমারকে সমর্থন দিতে প্রস্তুত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।