পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী ব্যুরো : গতকাল দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে বেলা ১১টায় আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বেলা ১২টার দিকে পৃথক তিনটি আদালতে আত্মসমর্পণ করেন। চার মামলায় আলাদা জামিন শুনানি শেষে দুপুর ১টায় একটি মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। কিন্তু বাকি তিনটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। প্রায় এক বছর আত্মগোপনে থেকে আদালতে আত্মসমর্পণের খবরে বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত চত্বরে জড়ো হয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জামিন আবেদন নাকচ করার পর মেয়র বুলবুলকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় বিএনপির নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ করে। রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের আইনজীবী জানান, বুলবুলের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মোট ৪টি মামলা হয়েছে। ২০১৪ সালের ১৮ মার্চ আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। পরে গত ৬ মার্চ এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।