পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনী ৪৬ জন শিশু সেনাকে মুক্ত করেছে। মিয়ানমারের সেনাবাহিনীতে শিশু সেনা নিয়োগ বন্ধের যে জোরালো ক্যাম্পেইন চলছে তারই প্রেক্ষাপটে আবারও নতুন ধাপে দেশটির সেনাবাহিনী শিশু সেনাদের মুক্ত করলো। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে যে ইয়াঙ্গুনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সেনা সদস্যদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীতে ১৮ বছরের কমবয়সী শিশুদের নিয়োগ করা হয় সেটার প্রচলন বন্ধ করা উচিত এ নিয়ে অনেকদিন ধরেই জোরালো প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সংগঠন।
২০১২ সালে জাতিসংঘে শিশু সেনা বন্ধে উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেন মিয়ানমারের জেনারেল। তারপর থেকেই দফায় দফায় শিশু সেনাদের সেনাবাহিনীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে।
এ নিয়ে ৭৪৪ জন শিশু সেনাকে মুক্ত করা হয়েছে। যদিও অনেকে মনে করেন, সেনাবাহিনী সেনা নিয়োগ পুরোপুরি বন্ধ করেনি; এখনও হাজার হাজার শিশু সেনা মিয়ানমারের সেনাবাহিনীতে কাজ করছে। -সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।