পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
লন্ডনে চিকিৎসা শেষে আগামী সপ্তাহে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল (মঙ্গলবার) উত্তরার ৪ নম্বর সেক্টরে তার নিজের বাসায় সাংবাদিকদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে একথা জানান। মির্জা ফখরুল বলেন, লন্ডনে খালেদা জিয়া তার পায়ের চিকিৎসা শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরবেন। তিনি বলেন, উনার (খালেদা জিয়া) আর্থাইটিসের যে ব্যাথাটা আছে, উনি মাঝে মাঝে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এটার চিকিৎসা চলছে এখন। আমরা আশা করি যে, আগামী সপ্তাহের মধ্যে এটা শেষ হবে। এরপরই উনি চলে আসবেন। গত ১৫ জুলাই চোখ ও হাটুর চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি প্রধান বেগম জিয়া। সেখানে তিনি বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেন। লন্ডনে প্রথমে তার চোখের সফল অস্ত্রপাচার হয়। এরপর হাটুর চিকিৎসা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।