Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩২নাগরিকের বিবৃতি- বিচার বিভাগ থেকে হুমকি দেয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:৪৯ এএম

ষোড়শ সংশোধনীর রায়ের মাধ্যমে বিচার বিভাগের সর্বোচ্চ অবস্থান থেকে আইনসম্মত, গণতান্ত্রিক সরকারকে প্রচ্ছন্নভাবে হুমকি দেয়ার ঘটনাও ঘটেছে বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার ৩২জন বিশিষ্ট নাগরিক। গতকাল বাংলাদেশ চারু শিল্পী সংসদের সাধারণ সম্পাদক শিল্পী মোঃ মনিরুজ্জামানের পাঠানো ওই বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সা¤প্রতিক সময়ে প্রদত্ত ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে কিছু অপ্রাসঙ্গিক এবং অনাকাঙ্খিত বিষয়ের অবতারণা করা হয়েছে। ফলে একটি অনভিপ্রেত বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, বিচার বিভাগের সর্বোচ্চ অবস্থান থেকে আইনসম্মত, গণতান্ত্রিক সরকারকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে আমরা আরো উদ্বিগ্ন বোধ করছি। বিবৃতিতে উল্লেখ করা হয়, রায়ের পরে রায়কে কেন্দ্র্রকরে অত্যন্ত সুকৌশলে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে বিভাজন তৈরি করে একটি অচলাবস্থা তৈরির অপপ্রয়াসও লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে, কোন কোন রাজনৈতিক মহল বিষয়টি নিয়ে অতি উৎসাহী তৎপরতায় লিপ্ত হয়েছে। এতে মনে হয় পরিকল্পিতভাবে দেশে একটি কৃত্রিম রাজনৈতিক সংকট সৃষ্টির অপচেষ্টাও হচ্ছে। আরো উদ্বেগের বিষয়ে কউ কেউ বিবৃতি দিয়ে অস্থিরতা সৃষ্টির এই অপপ্রয়াসকে প্রকারান্তর ইন্ধন যোগাচ্ছেন।
বিশিষ্ট নাগরিকরা বলেন, এই পরিস্থিতিতে আমরা নিম্ন স্বাক্ষরকারী নাগরিকবৃন্দ অত্যন্ত বিচলিত এবং উদ্বিগ্ন। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, এই ধরনের অগণতান্ত্রিক অপচেষ্টা দেশের জন্য কোন কল্যাণ বয়ে আনে না। আর তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে জনগণের কাছে আমাদের আহŸান, এই অশুভ প্রক্রিয়া সম্পর্কে সজাগ থাকুন এবং ধৈর্য্য ধারণ করুন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার এই জাতীয় অপতৎপরতা কখনো সফল হতে পারে না। বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন; ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. অনুপম সেন, অধ্যাপক মুনতাসির মামুন, ড. হারুন অর রশিদ, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, রামেন্দু মজুমদার, ড. নিম ভৌমিক, ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খান, ড. আনোয়ার হোসেন, ড. মিজানুর রহমান, সাংবাদিক রাহাত খান, সাংবাদিক গোলাম সারোয়ার, মঞ্চসারথি আতাউর রহমান, শাহরিয়ার কবির, রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, রাষ্ট্রদূত ওলিউর রহমান, ড. দূর্গাদাস ভট্টাচার্য, ড. আতিউর রহমান, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পী হাসেম খান, শিল্পী রফিকুন্নবী, নায়ক ফারুক, নায়ক এম এ আলমগীর, অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিকুর রহমান, সাংবাদিক ফরিদা ইয়াসমিন, শিল্পী মোঃ মনিরুজ্জামান, অধ্যাপিকা পান্না কায়সার এবং গোলাম কুদ্দুস। ##



 

Show all comments
  • S. Anwar ৩১ আগস্ট, ২০১৭, ৮:১৫ এএম says : 0
    ৩২ জন নাগরিকের উদ্বিগ্নতায় একটা পিঁপড়ারও ঘুমের ব্যঘাত ঘটবে না। ওদের মতো ৩২ লক্ষ নাগরিক উদ্বিগ্ন হলেও তাতে কিছু যায় আসে না। দেশের ১৬ কোটি নাগরিক এই সংশোধনী বাতিলের রায়ে অত্যন্ত সন্তুষ্ট ও উৎফুল্ল। এই রায়ে আওয়ামী জোঁকদের মুখে চুন পড়েছে বলে কেবল তারাই ছটফট করছে।
    Total Reply(0) Reply
  • আজাদুল ইসলায ৩১ আগস্ট, ২০১৭, ৯:২৩ এএম says : 0
    রাজনিতির কি কোন সীমা পরিসীমা আছে
    Total Reply(0) Reply
  • আব্দুল্লাহ আল মামুন ৩১ আগস্ট, ২০১৭, ৬:২৭ পিএম says : 0
    বাংলাদেশ চারু শিল্পী সংসদ এর, এই রাজনৈতিক বিবৃতির মাধ্যমে নিজের চেহারাটা উম্মুক্ত করে ফেলেছেন । আমি আপনাদের পরিবারের সদস্য হিসাবে হতাশ হয়েছি, দুঃখ পেয়েছি । আপনারা মূখোশধারী, শিল্পী নাম ভাংগিয়ে নিজেদের অাঁখের গোছাতে ব্যস্ত । এই সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী চারু শিল্পী সংসদ হলে ভালো হতো । আমি আপনাদের সকল ধরণের রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরোধ করছি ।
    Total Reply(0) Reply
  • Gazi Farok ৩১ আগস্ট, ২০১৭, ৬:২৯ পিএম says : 0
    How long it take to get punishment for illegal MPs?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ