পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মুরশাদ সুবহানী, পাবনা থেকে : “করিতে পারি না কাজ, সদা ভয়-সদালাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।’ পাছে লোকের কথা শুনে দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। এগিয়ে যাচ্ছেন বিভিন্ন কর্মক্ষেত্রে চাকরি, ব্যবসা বাণিজ্য, ডেইরী ফার্ম, গার্মেন্টস, ওষুধ শিল্প, কৃষি ক্ষেত্রে, দিন মজুরিতে সর্বত্র নারীরা রয়েছেন। এই রকম একজন সফল নারী পাবনার বনগ্রামের মাহফুজা মিনা। বেড়া উপজেলার বনগ্রামের মরহুম আব্দুল মজিদ মাষ্টারের একমাত্র কন্যা মাহফুজা মিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে ¯œাতকোত্তর ডিগ্রী নেয়ার পর শিক্ষক আব্দুল মজিদের কন্যা মিনা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। যোগদান করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে, নিজেকে স্বতন্ত্র হিসেবে মেলে ধরতে এবং এবং তার দেখাদেখি অন্যান্য নারীরা এগিয়ে আসুক এই দৃঢ় মনোভাব নিয়ে তার সংকল্প বাস্তবায়নে কাজে নেমে পড়েন। মাত্র ২টি গরু দিয়ে শুরু করেন ডেইরী ফার্ম। ২০১০ সালে প্রতিষ্ঠিত তার এই খামারে এখন ৪৮টি গরু। একটি বড় ডেইরী ফার্মের তিনি এখন মালিক। বাংলাদেশে ব্যাংক তাকে সফল উদ্যেক্তার স্বীকৃতি দিয়েছে। তার স্বামী একজন প্রকৌশলী। নিজেও শিক্ষক। কন্যার জননী। সুখী সংসার। অর্থের অভাব তার নেই। কিšুÍ স্বপ্ন বাস্তবায়নের প্রবল আকাক্সক্ষা মাহফুজা মিনাকে ভিন্নমাত্রায় পরিচিত করছে। উচ্চ শিক্ষিত একজন মহিলা ডেইরী ফার্ম করে এবং অপর নারীদের উৎসাহিত করেছেন। তার পিতা ড্রেইরি ফার্ম শুরু করে ছিলেন। সফল হওয়ার আগেই তিনি মৃত্যু বরণ করেন। তার মা একজন শিক্ষয়ত্রী। তিনি (মাহফুজা মিনা) শিক্ষক পরিবারের সন্তান। ড্রেইরী ফার্ম শুরু করার পর নানাজনে নানা কথা বলতো। ‘করিতে পারি না কাজ, সদা ভয়-সদালাজ’ পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন তিনি। তার ড্রেইরী ফার্ম থেকে সব খরচ বাদ দিয়ে ১০ লাখ টাকা আয় হয়। ১৪ জন কর্মচারী আছেন। তার শিক্ষয়ত্রী মায়ের ছেলে সন্তান না থাকায় হতাশাগ্রস্ত ছিলেন। তার কন্যা ছেলে সন্তানের অভাব বুঝতে দেয়নি। তিনি নিজেকে গর্বিত মা মনে করেন। আমরা বলি সেই কথা ‘আল্লাহ রাসূল(স.) বলেছেন, ‘যার কন্যা সন্তান আছে, সে রাজকন্যা পেয়েছে।’ Ñ বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।