Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ ব্যাংক কর্মকর্তা বাড়ি ফিরেছেন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর পল্টন থেকে নিখোঁজ আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামীম আহমেদ অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। তবে নিখোজ হওয়া সম্পর্কে তিনি কিছু বলছেন না। গত সোমবার রাতে তিনি বাড়ি ফেরেন। গত ২৩ অগাস্ট দুপুরে পুরানা পল্টনের খানা বাসমতি রেস্তোরাঁর সামনে থেকে শামীমকে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয় বলে তার স্ত্রী শিল্পী আহমেদ থানায় জিডি করেছিলেন। তখন থেকে তার মোবাইল নম্বরটিও ছিল বন্ধ। পল্টন থানার ওসি মাহমুদুল হক জানান, শিল্পী আহমেদ গত সোমবার রাতে থানায় ফোন করে তার স্বামীর ফিরে আসার কথা জানিয়েছেন। রাতে তার স্ত্রী থানায় ফোন করে জানান যে তার স্বামীকে পাওয়া গেছে। শামীম কোথায় ছিলেন- জানতে চাইলে ওসি বলেন, এই পাঁচদিন কোথায় ছিল বা কোথায় থেকে তাকে উদ্ধার করা হয়, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি পরিবার। শিল্পী আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। আইএফআইসি ব্যাংকের করপোরেট কমিউনিকেশনস ও ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামীম নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকেন। তবে এখন তিনি ঢাকায় এক আত্মীয়ের বাসা রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

২৭ অক্টোবর, ২০২২
২৩ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ