Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশবিরোধী কথা এক্সপাঞ্জ না করলে মানুষ এগিয়ে আসবে

যুব মহিলা লীগের মানববন্ধনে শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে দেশের বিরুদ্ধে যে কথা বলা হয়েছে তা এক্সপাঞ্জ না করলে দেশের মানুষ এগিয়ে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। ‘নারী সংসদ সদস্য সম্পর্কে অবমাননাকর’ বক্তব্যের প্রতিবাদে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে যুব মহিলা লীগ এ মানববন্ধনের আয়োজন করে। এসময় প্রধান বিচারপতির উদ্দেশ্যে আমু বলেন, সংসদের বিরুদ্ধে কথা বলার আগে আপনার ভাবা উচিত, ছিল এই সংসদের মাধ্যমেই আপনার নিয়োগ। সংসদ রাষ্ট্রপতিকে আর রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ দিয়েছেন। সেদিকে চিন্তা রেখেই ভবিষ্যতে কথা বলবেন।
শিল্পমন্ত্রী বলেন, আগেও বলেছি, আজও বলছি- আমরা কিন্তু আজকের সংসদ সদস্য নই। সত্তর সাল থেকে সংসদ সদস্য; পাকিস্তান আমল থেকে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করেছিলাম। সেই সরকার ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত করেছে। দেশ স্বাধীন হয়েছে। দেশের বিরুদ্ধে যে কথা বলেছেন, তা প্রত্যাখ্যান করতে হবে, এক্সপাঞ্জ করতে হবে। না হলে দেশের মানুষ এগিয়ে আসবে।
তিনি বলেন, অন্য বিচারপতিদের মনে রাখা দরকার উনি (প্রধান বিচারপতি) যা চান, তা হল ওই জুডিশিয়ালি, ওই বিচারকদের একমাত্র দেবতা। তিনি যা বলবেন, সেটাই মানতে হবে। সব ক্ষমতা তার হাতে থাকবে। এর বাইরে কিছু থাকবে না। আজকে সেই ব্যবস্থা আমরা বিচার বিভাগে হতে দিতে পারি না। প্রধান বিচারপতি রাষ্ট্রের ক্ষমতা নিয়ে নিতে চায়। এইসব ফাইজলামির একটা সীমা আছে। এইসব ঔদ্ধত্য দেখানোর একটা সীমা আছে।
আমু বলেন, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার কোনো ঠুনকো দল নয়, কোনো সামরিক জান্তার পকেট থেকে এই দলের সৃষ্টি হয়নি। আজকে অনেক দল বিশেষ করে বিএনপি নেতারা শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করছেন। তারা তো করবেনই, কারণ তারা তো পাকিস্তান প্রেমিক। বাংলাদেশে একটা কথা আছে ‘সব শিয়ালের এক রা’।
প্রধান বিচারপতি পাকিস্তানের বিচার ব্যবস্থার সঙ্গে তুলনা করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে ঔদ্ধত্য দেখিয়েছেন তা সীমা ছাড়িয়ে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ভুলে গেলে চলবে না, আজকে যিনি প্রধানমন্ত্রী, সেই শেখ হাসিনা তিনবারের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার পর তাকে নানাভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু তাকে কোনো কিছুই দমিয়ে রাখতে পারে নাই। তিনি সব কিছুকে উপেক্ষা করে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে তার উপর কথা বলার সাহস আপনাকে কে দিল? আজকে কি উদাহরণ দিয়া ভীতি প্রদর্শন করছেন?
প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী আরো বলেন, আজকে ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য যারা মাঠে নেমেছে আপনি ইতিমধ্যে নিশ্চয়ই তাদের চিনতে পেরেছেন। তারা আপনার বন্ধু নয়, শত্রু।
যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তারে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। মানববন্ধনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ