Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্যে সবজি ও ফল রপ্তানি বন্ধ

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : যুক্তরাজ্য সরকার বাংলাদেশ থেকে কার্গো বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর শুক্রবার থেকে দেশটিতে সবজি ও ফল রপ্তানি বন্ধ হয়ে গেছে। এর ফলে বছরে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার বিদেশি বাজার হারাতে হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, পোশাকসহ অন্যান্য পণ্য বিকল্প পথের সুযোগ থাকলেও আকাশপথ বন্ধ হওয়ায় সবজি ও ফল রপ্তানি সংকটে পড়বে।
সংগঠনটির সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত কিছু পরিমাণে রপ্তানি হয়েছে। শুক্রবার থেকে সবজি ও ফল রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা স্থায়ী হলে এ বাজার হারাতে হবে। তবে বাজার ধরে রাখার চেষ্টা চলছে। বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা চলছে। তাদের ট্রানজিট পয়েন্টে স্ক্যান করে যুক্তরাজ্যে পাঠানো যেতে পারে।
বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, সবজি ও ফল রপ্তানি বড় বাজার যুক্তরাজ্য। এ বাজার হারালে রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে দেশটিতে রপ্তানির সঙ্গে জড়িত প্রায় ২০০টি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চারশ’ কোটি টাকার সবজি ও ফল যাচ্ছে। এ দেশ থেকে বিমানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ টন এ পণ্য দেশটিতে রপ্তানি হয়। এখন আকাশপথে পণ্য পাঠানোর সুযোগ না থাকায় রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে। পচনশীল এ পণ্য নৌপথে জাহাজে করে রপ্তানির সুযোগ নেই। তবে অন্যান্য পণ্য আকাশপথের বিকল্প হিসেবে নৌপথে রপ্তানি করা যাবে।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, সবজির বড় বাজার ইউরোপ ও যুক্তরাজ্য দুটিই বাধার মুখে রয়েছে। ইউরোপের বাজারে পাঠানো কিছু পণ্যে সমস্যা পাওয়ায় আগে থেকেই রপ্তানি বন্ধ রয়েছে। বর্তমানে এ দেশ থেকে কাঁকরোল, কাঁচামরিচ, বরবটি, শিম, লাউ, পটোল, কচু, লতি, করলা, পান ও বিভিন্ন ধরনের শাকসহ অর্ধশতাধিক সবজি এবং লেবু, আমড়া, চালতে, আম, কাঁঠালসহ নানা জাতের মৌসুমি ফল রপ্তানি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে সবজি ও ফল রপ্তানি বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ