পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা থেকে ছিটকে পড়েছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মায়া বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারি থেকে শিক্ষা নিয়ে পৌর নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু জনগণ ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসী খালদা জিয়াকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। আগামী নির্বাচনগুলোতে অংশ নিলে অবস্থা আরও ভয়াবহ হবে।
তিনি বলেন, জামায়াত-শিবিরকে রক্ষা করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তিনি (খালেদা) উঠে পড়ে লেগেছেন। আমি স্পষ্ট করে বলতে চাইÑ কোনো ষড়যন্ত্রকারীরাই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না। বিএনপি ছেড়ে খালেদা জিয়া জামায়াতের আমির হয়েছেন। যারা তাদের (যুদ্ধাপরাধী) বাঁচানোর চেষ্টা করছে তাদের জায়গা এ দেশের মাটিতে হবে না। খালেদা জিয়ার একমাত্র পথ জাতির কাছে ক্ষমা চেয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেয়া।
আলোচনা সভায় বক্তব্য উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, সংসদ সদস্য সানজিদা খানম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।