পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রংপুর সিটির পাগলাপীর বাজারে উদ্বোধন করা হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম মেসার্স পদ্মা ট্রেডার্স। এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। এই শো-রুমের উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, পিআর এন্ড মিডিয়া, মনিরুল হক মনা, সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, বিপণন, ওয়ালটন, মোছা: নাছিমা জামান ববি, চেয়ারম্যান, সদর উপজেলা, রংপুর, মো: শফিকুল ইসলাম, চেয়ারম্যান, হরিদেবপুর ইউনিয়ন পরিষদ এবং ডিস্ট্রিবিউটর মোঃ আব্দুর রহিমসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ওয়ালটন পরিবার চেষ্টা করছে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি ঘরে ঘরে দেশে তৈরী ওয়ালটন পণ্যসামগ্রী পৌঁছে দেবার। দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বমানের ওয়ালটন পণ্য সারাবিশ্বে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে ১৭টি দেশে ওয়ালটন পন্যসামগ্রী রপ্তানী হচ্ছে। তিনি দেশপ্রেমিক নাগরিকদের দেশীয় পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আহŸান জানান। Ñ বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।