Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়ায় হস্তক্ষেপ ক্যামেরন সারকোজির ভূমিকার সমালোচনা ওবামার

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপের সময় ব্রিটিশ নেতা ডেভিড ক্যামেরন দেশটির ওপর থেকে মনোযোগ সরিয়ে নিয়েছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার দেশের ভূমিকা সম্প্রসারণ করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার দি আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা তার ঘনিষ্ঠ দুই মিত্রের সমালোচনা করতে ছাড়েননি। তিনি লিবিয়ায় ব্রিটিশ ও ফ্রান্সের নেতৃত্বাধীন বোমা অভিযানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ওই অভিযানের প্রেক্ষিতে দেশটির সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির পতন হয়।
ওবামা বলেন, লিবিয়ার সমস্যা নিয়ে তিনি যখন ভাবছিলেন, তখন চারদিকে সমালোচনা হচ্ছিল। কারণ ইউরোপীয়দের প্রতি তার অনেক বিশ্বাস ছিল। তিনি বলেন, লিবিয়ায় সামরিক অভিযানের পর ক্যামেরন দেশটির প্রতি মনোযোগ দেয়া বন্ধ করে দিয়ে অন্যান্য বিষয়ের প্রতি দৃষ্টি দিয়েছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজি লিবিয়ায় তার দেশের বিমান অভিযান নিয়ে আত্মতুষ্টিতে ছিলেন।
উল্লেখ্য, সরকার পতনের পর লিবিয়ায় প্রায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বী মিলিশিয়ারা বিভিন্ন ভূখ- নিয়ন্ত্রণ করছে। আর দেশটির ওপর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রভাব বেড়েছে। সূত্র : এএফপি।
 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিবিয়ায় হস্তক্ষেপ ক্যামেরন সারকোজির ভূমিকার সমালোচনা ওবামার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ