পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : শেরে-বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার সকাল থেকে তিন দিনব্যাপী ৯ম হজ ও ওমরাহ ফেয়ার শুরু হচ্ছে। বিলম্বে হজ ও ওমরাহ ফেয়ার শুরু করায় প্রায় দেড়শ’ হজ এজেন্সি’র স্টল থাকার কথা থাকলেও হজ এজেন্সি হজ ও ওমরাহ ফেয়ারে অংশ গ্রহণ থেকে বিরত রয়েছে। হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত হজ ও ওমরাহ ফেয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। হাব সভাপতি মোঃ ইব্রাহিম বাহারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত ধর্ম সচিব মোঃ আব্দুল জলিল, ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিএইচ হারুণ এমপি, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল আউয়াল সায়েদুর রহমান এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের তৎপরতা হ্রাস এবং হজযাত্রী ও হজ এজেন্সিগুলোর মধ্যে সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরীর লক্ষ্যে প্রতি বছর হাবের উদ্যোগে হজ ও ওমরাহ ফেয়ারের আয়োজন করা হয়। হজ ও ওমরাহ ফেয়ারে হাব সদস্য ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, এয়ারলাইন্স এবং প্যাকেজ ট্যুর অপারেটররা অংশ নিবে। হাবের সভাপতি মোঃ ইব্রাহিম বাহার ইনকিলাবকে বলেন, হজ ও ওমরাহ ফেয়ারের মাধ্যমে মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম্য হ্রাস পাবে। এ ফেয়ারে সউদী সরকারের প্রণীত ‘ই-হজ সিস্টেমকে’ হজযাত্রীদের সামনে তুলে ধরা হবে। হজযাত্রীগণ হজ ও ওমরাহ ফেয়ারে উপস্থিত হয়ে বিভিন্ন প্যাকেজ সুবিধাদি যাচাই-বাছাই করে সরাসরি হজ বুকিং দেয়ার সুযোগ পাবেন বলে হাব সভাপতি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।