Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে পেশিশক্তিনির্ভর একতরফা নির্বাচনের আশঙ্কা

নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থীরা ফুরফুরে মেজাজে

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : পেশিশক্তিনির্ভর বিগত পৌর নির্বাচনের মতো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনও দক্ষিণাঞ্চলে একতরফা হওয়ার আশঙ্কা করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ইতোমধ্যে সরকারি দলের প্রতীক নিয়ে ভোটের মাঠে নামা চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়ে যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছেন। ওইসব প্রার্থী ভোটের মাঠে খুব একটা নিবিড়ভাবে না থাকলেও ক্যডাররা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। অপরদিকে বিরোধী দলের প্রার্থীরা নির্বিঘেœ গণসংযোগও করতে পারছেন না। ইতোমধ্যে পটুয়াখালীর বাউফল ও পিরোজপুরের নাজিরপুরে নির্বাচনী সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় সংঘর্ষ-গোলযোগ অব্যাহত রয়েছে। এমনকি নাজিরপুরে স্থানীয় এমপির মনঃপূত না হওয়ায় সরকারি দলের মনোনয়ন পেয়েও চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছেন নৌকা প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থীরা।
স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা এমপির মদতে কেন্দ্রের মনোনয়ন লাভকারী নৌকা প্রতীকধারী প্রার্থীদের বিরোধিতা করছেন প্রকাশ্যে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিনিয়ত সরকারি দলের এমপি ও মন্ত্রী পদমর্যাদাধারী নেতারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চলেছেন। ইতোমধ্যে বরগুনাÑ২ আসনেসর এমপি শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিগত পৌর নির্বাচনেও শোকজ করার পরে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও তার এলাকায় কোন সুষ্ঠু ভোট হয়নি ।
এসব বিবেচনায় আসন্ন ইউপি নির্বাচন দক্ষিনাঞ্চলে কতটুকু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য হবে তা নিয়ে শংকিত রাজনৈতিক পর্যবেক্ষক মহল। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এমন মন্ত্রব্যও করেছেন ‘ইতোপূর্বে যে আওয়ামী লীগ নেতারা ইউপি নির্বাচনে পরাজয়ে হেট্রিক করেছেন, তারাও যদি এবার বিজয় ছিনিয়ে নেন তা হলে আশ্চর্য হবার কিছু নাও থাকতে পারে’। বরিশাল মহানগরীর পশ্চিম দিকে একটি ইউপি’র নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রতিদিনই ফুরফুরে মেজাজে নগরীতে তার পেশাগত কাজে ব্যস্ত আছেন। তিনি কখন এলাকায় ভোটের প্রচরানা চালান, তা জানেনা এলাকাবাসী।
পটুয়াখালীর বাউফলের আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ ফকির নিহত হয়েছে। গত সোমবার রাতের ঐ সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের আরো অন্তত ১২জন। এর পারেই বাউফলে গত মঙ্গলবার বিকেলে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় পটুয়াখালীর ডিসি ও এসপি’র সামনেই  হমলার শিকার হয়েছেন স্থানীয় উপজেলা চেয়ারমান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন। হামলাকারীরাও একই দলের নেতা-কর্মী।
অপরদিকে পিরোজপুরের নাজিরপুরে শেখ মাটিয়া ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী তৌহিদুল ইসলামের ভাগনে ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক গত মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। গোটা নাজিপুরেই অনেকটা ত্রাসের মধ্যে রয়েছেন সরকারী ও বিরোধী দলীয় প্রার্থীরা। সেখানে স্থানীয় এমপির সুপারিশকৃত প্রার্থীরা নৌকা প্রতীক না পাওয়ায় দৃশ্যপটের পরিবর্তন ঘটেছে। এখন সরকারী দলের বেশীরভাগ নেতাÑকর্মীর প্রতিপক্ষ নৌকা প্রতীকধারী  প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকগন।
পিরোজপুরের ভান্ডারিয়া’র গৌরীপুর  ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহেল আকনকে পুরনো একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে বন ও পরিবেশ মন্ত্রী এবং জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী এলাকা ভান্ডারিয়া, কাউখালী ও জিয়ানগরে তার দলীয় ও অনুসারী প্রার্থীদের পরাজয় নিশ্চিতকরণেও নৌকা প্রতীকের প্রার্থীরা সর্বশক্তি নিয়োগ করছে। জেপি’র ভান্ডারিয়া উপজেলা আহবায়ক মনিরুল হক জমাদ্দার ইতোমধ্যে সাংবাদিকদের কাছে ‘ক্ষমতাসীন দলের  প্রার্থীরা জোর করে  বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করবে’ বলে আশংকা ব্যক্ত করেছেন। ভিটাবাড়ীয়া ও ইকরি ইউনিয়নে সে আশংকা খুব বেশি বলে তা প্রশানকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদীসহ আরো কয়েকটি এলাকায় আসন্ন নির্বাচন উপলক্ষে সংঘর্ষ ও গোলযোগর ঘটনা ঘটেছে। বাকেরগঞ্জে ক্ষমতাসীন দলীয় প্রার্থীদের মূল প্রতিপক্ষ এরশাদের  ¯েœহধন্য মহাসচিব রুহুল আমীন হালাদারের প্রার্থীরা। উভয় পক্ষে গোলযোগ-হামলা চলছে প্রতিনিয়ত। উত্তাপ ছড়াচ্ছে ক্রমশ। ভোলাতেও একই পরিস্থিতি। বরিশালের বানরীপাড়ায় স্থানীয় এমপি সদর ইউনিয়নে দলীয় প্রার্থীকে নিয়ে কর্মীসভা করেছেন। তিনি সেখানে  ‘নৌকাকে উন্ননের প্রতীক’ হিসেবে বর্ণনা করে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম তৃণমূল পর্যায়ে নৌকা প্রতীক পাঠিয়েছেন’ বলে ঘোষনা করে ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীক বিজয়ী করার’ও আহ্বান জানান।
এভাবেই সমগ্র দক্ষিণাঞ্চলজুড়ে আসন্ন ইউপি নির্বাচনের আয়োজন চলছে। কোন কোন মহলের আশংকা বিগত উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের চেয়েও ইউপিতে আচরনবিধী ভংগসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক পর্যায়ে যেতে পারে। তবে এর বিপরিতেও বক্তব্য রয়েছে মাঠ পর্যায়ে। ওই মহলের মতে, আসন্ন এ নির্বাচনে সরকারী দলের নেতা-কর্মীদের বিপক্ষে মাঠে থাকতে কে কতটুকু সাহস রাখেন, তার ওপরই অনেক কিছু নির্ভর করবে। বিগত দিনের হিসেবের আলোকে সব কিছুই একতরফা হলে আইন ভংগের অনেক ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ে শংকিত হবার কিছু থাকবে না।
বরিশাল বিভাগের ছয় জেলার যে ২৭২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে. তাতে চেয়ারম্যান পদে ১হাজার ৩৩২ জন, সদস্য পদে ৯ হাজার ৯৯৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২হাজার ৮৭৬ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। বরিশালের দশটি উপজেলার মধ্যে বানারীপাড়ার উদয়কাঠী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় জেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে ৩৩৭জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণাঞ্চলে পেশিশক্তিনির্ভর একতরফা নির্বাচনের আশঙ্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ