Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হক্কানী আলেম ও পীর আউলিয়ার মাধ্যমে এদেশে ইসলাম এসেছে -ফান্দাউক পীর সাহেব

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কে এম শামছুল হক আল মামুন ও মোয্যাম্মিল হক মাছুমী : ব্রাহ্মণবাড়ীয়ার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ মাওলানা মুফতি শাহ সূফী সৈয়দ সালেহ আহমাদ মামুন বলেছেন, হক্কানী আলেম ও পীর আউলিয়াদের মাধ্যেমে এদেশে ইসলাম এসেছে। হক্কানী আলেম ও পীর মাশায়েখ যাদের মাধ্যমে আমরা এদেশে ইসলাম পেয়েছি। যাদের সোহবতে এসে পথহারা ও দিশেহারা অসংখ্যা অগণিত মানুষ পেয়েছে সত্য পথের দিশা, সক্ষম হয়েছে আল্লাহ মুখী জীবন গঠন করতে।
ফেত্না ফ্যাসাদের যুগে ঈমান আকিদা ঠিক রেখে আমলি জিন্দেগি গঠন করা অত্যন্ত কঠিন হয়ে গেছে। আমাদের সমাজে এক শ্রেণির লোক আছে যারা নিজেরাও আমল করে না এবং অন্যদেরকেও আমল করতে দেয় না। বিদেশী মদদপুষ্ট একদল লোক মিডিয়াসহ শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে মানুষের মাথায় টুপি, পাগড়ি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি এককথায় সুন্নতে নবীজির আর্দশে পরিচালিত এই সুন্দর জীবন যাপনের পিছনে রয়েছে যাদের অবদান তারাই হলেন হক্কানী আলেম ওলামা ও পীর মাশায়েখ। তাদের অবদানকে খাটো করে দেখা অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়।
ইতিহাস সাক্ষ্য দেয় এদেশে হক্কানী আলেম ওলামা তৈরির জন্য পীর মায়ায়েখদের অবদান অবিশ্ব্যস্বরণীয়। বর্তমানে মানুষের মধ্য থেকে সহিহ আকিদা ও আমল বিদায়ের পথে তাই এই যুগ সন্ধিক্ষণে একদল দেশ প্রেমিক হক্কানী আলেম তৈরিতে অলি আউলিয়াদের অবদান অনস্বীকার্য। এব্যাপারে দরবারের পীর ভাই-বোন মুরীদান আলেম ওলামাদের আন্তরিকতার সাথে এগিয়ে আসার জন্য জোড় তাগিদ প্রদান করেন। যুগ যুগ ধরে অলি আউলিয়ারা পথ হারা ও দিশেহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিতে কঠোর পরিশ্রম ও সাধনা করেছেন। আল্লাহ তার রাসুলের সন্তোষ্টি লাভের জন্য ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। পীরের কাছে বয়াত হওয়া মানে আল্লাহর সন্তোষ্টি লাভের উদ্দেশ্যে চলা। সত্যিকারের মুসলমান ও আল্লাহওয়ালা হতে হলে হক্ক দরবার ও হক্কানী পীর মাশায়েখের ছামিয়ানার নিচে সমবেত হতে হবে। শরীয়ত ও তরিকতের ময়দানে কঠোর সাধনা করতে হবে।  
তিনি গতকাল শুক্রবার ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহ সূফী আলহাজ সৈয়দ আব্দুস ছাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহ.) ও পীরে কামেলে মোকাম্মেল মোজাদ্দেদে জামান রাসুল নামা হযরত শাহ সূফী আলহাজ সৈয়দ নাছিরুল হক মাছুম আল কাদ্রী চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকীদ্বয়ের (রহ.) বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে ১ম দিন উদ্বোধনী অনুষ্ঠান ও সভাপতির তালিম ও তারবিয়াত বয়ানদান কালে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় দায়িত্বে নিয়োজিত ছিলেন, পীরজাদা আলহাজ মাওলানা মুফতি শাহ সূফী সৈয়দ মঈনুদ্দিন আহমদ। ওয়াজ করন, মাওলানা মুফতি সৈয়দ এমদাদ উল্লাহ আব্বসী ওয়া সিদ্দিকী জৈনপুরী, মাওলানা গাজী আব্বাস উদ্দিন, মাও. মুতালেব হোসেন সালেহী, মাও. আলমগীর হুসেন আনসারী, মাও. বেলাল হুসেন, মাও. নেছার আহম্মদ চাদপুরী, মাও. আলহাজ ফজলুর রহমান আনোয়ারী, মাও. আব্দুল মজিদ ফিরুজপুরী, আলহাজ মাও. হাফেজ আব্দুর রহমান, মাও. কামাল উদ্দিন আনসারী, মাও. শাহ আলম মাসুমী, মাও. সৈয়দ জাকারিয়া আহম্মদ, মাও. মঞ্জুর আহম্মদ নোমানী এবং মাহফিল উপস্থাপনায় শাহ সূফি মাওলানা সৈয়দ মোসাহিদ হোসেন।
ফান্দাউক দরবার শরীফ কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল ঘিরে দেশের পূর্বাঞ্চল হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরসহ ফান্দাউকের সর্বত্র উৎসব মুখর হয়ে উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হক্কানী আলেম ও পীর আউলিয়ার মাধ্যমে এদেশে ইসলাম এসেছে -ফান্দাউক পীর সাহেব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ