Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস থেকে শিশুরাও রেহাই পায়নি : হাছান মাহমুদ

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার :আন্দোলনের নামে ডাকা বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস থেকে শিশুরাও রেহাই পায়নি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজধানীর উদয়ন স্কুলে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সংগঠনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
হাছান মাহমুদ বলেন, যখন আমরা শিশুদের মেধা-মনন বিকাশের কথা বলছি, শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি, তখন দেশের একটি রাজনৈতিক দল এসএসসি পরীক্ষার সময় তাদের রাজনৈতিক লিপ্সা চরিতার্থ করার জন্য অবরোধ ডাকে। তিনি বলেন, মাইসা, অনিকের মতো অনেক শিশু-কিশোরের, তাদের পরিবারের স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের কারণে। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কিন্তু রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য যারা দেশের জনগণকে প্রতিপক্ষ বানায় তাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, রাজনীতিবিদরা দেশ চালাচ্ছে এবং ভবিষ্যতেও চালাবে। তাই রাজনীতিতে অবশ্যই মেধাবী মানুষের প্রয়োজন। কারণ মেধাবীরাই পারে দেশকে সঠিক খাতে পরিচালিত করতে। কিন্তু বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকা- দেখে অনেক মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস থেকে শিশুরাও রেহাই পায়নি : হাছান মাহমুদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ