পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রির্পোটার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ৪৫০ কিলোমিটার ড্রেন ও নর্দমায় মশার প্রজনন রোধে গাপ্পি মাছ ছাড়ার ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল সোমবার রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে চিকুনগুনিয়া বিষয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। এসময় মেয়র বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রকৃতি প্রদত্ত রোগ। প্রাকৃতিক উপায়ে এর প্রতিরোধ করতে পারলে সেটা সব চেয়ে ভাল হবে। পোয়েসিলা রেটিকুলাটা প্রজাতির এই রঙিন মাছ অ্যাকুরিয়ামের বাহারি মাছ হিসেবেই পরিচিত। সব ধরনের আবহাওয়ায় এই মাছ দ্রুত মানিয়ে নিতে পারে এবং পানির উপরের অংশে ঘোরাফেরা করে।
বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে কিছু গাপ্পি মাছের পোনা অবমুক্ত করেন ডিএসসিসির মেয়র। ২০০০ সালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবসহ কিছু মানুষের মৃত্যুর পর মরহুম মেয়র মোহাম্মদ হানিফ তখনকার অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন এলাকার নর্দমায় এ গাপ্পি মাছ ছেড়েছিলেন, এ কথা জানিয়ে ডিএসসিসির মেয়র বলেন, আমরাও স্বল্পতম সময়ের মধ্যে কর্পোরেশনের ৪৫০ কিলোমিটার ড্রেন ও নর্দমাতে এ মাছ ছাড়ার জন্য প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। এ মাছ প্রতিদিন ৫০টি মশার লার্ভা খেতে সক্ষম। এ মাছ সব রকমের আবহাওয়ায় বেঁচে থাকতে পারে।
তিনি আরো বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের ফলে সফলতার সাথে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন চিকুনগুনিয়া পরবর্তী শারীরিক ব্যথা নিরাময়ের লক্ষ্যে কল সেন্টার চালু করে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।
সাঈদ খোকন জানান, ১ হাজার ৫৭৭ জনকে বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। চিকুনগুনিয়া রোগীদের বাড়িতে গিয়ে বিনামূল্যে ১ লাখ ৭৫ হাজার পিস প্যারাসিটামল ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া মশার বিস্তার রোধে ১ লাখ লিটার এডালটিসাইড, ১০ লাখ লিটার লার্ভিসাইড ব্যবহার করা হয়েছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত ২৫০০ জন রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সেমিনারে কীটতত্ত¡বিদ তৌহিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. কাবিরুল বাশার, অধ্যাপক গুলশান আরা লতিফা, অধ্যাপক মুহাম্মাদ আলী নকী, ড. কে মওদুদ ইলাহী প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।