Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংশোধনী বাতিলের সাথে সরকার পদত্যাগের কোন সম্পর্ক নেই -তথ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : সংবিধানের কোনো সংশোধনী আদালত যদি বাতিল করেন তার সাথে সরকারের পদত্যাগের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করেছে, আইন বিভাগ তার মত কাজ করেছে। এতে তো গণতন্ত্র আরো শক্তিশালী হবে। এর জন্য সরকারের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে একটা ষড়যন্ত্রের জাল বিস্তারের চক্রান্ত চলছে।৭৫ এর খুনি এবং তাদের ধারক-বাহক-দোসররা এখনও বাংলাদেশে সক্রিয়। যারা ৭৫-এ বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদের ধারক-বাহক রাজাকার, যুদ্ধাপরাধী, সা¤প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত এখনও চক্রান্তে লিপ্ত। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এদেশে যদি আর কোনদিন রাজাকার সমর্থিত এবং সামরিক সরকার ক্ষমতায় না আসে তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
এসময় জেলা প্রশাসক মো. জহির রায়হান, মিরপুর উপজেলা জাসদ সাধারন সম্পাদক আহমেদ আলী, জেলা সিনিময় তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামানসহ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী কুষ্টিয়ায় বাংলাদেশ বেতারের এফএম ষ্টেশন স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ