পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে মন্ত্রী-এমপিসহ ২১ জনকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১১। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার কম্পোজ করা আনসারুল্লাহ বাংলা টিম-১১ লেখা চিঠির প্যাডে কোন ব্যক্তির নাম বা স্বাক্ষরবিহীন ওই চিঠিটি গতকাল (বৃহস্পতিবার) ‘সাংবাদিক দুলাল সরকার, প্রেসক্লাব নাটোর’ ঠিকানায় ডাকে পাঠানো হয়।
চিঠিতে রাজশাহী বিভাগের নাটোর জেলার প্রথম আঘাতেই তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী নাটোর-৩ সিংড়া আসনের এমপি অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর সদর আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল, লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবুল কালাম আজাদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ গোলাম মোর্তুজা, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম, ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেম্স, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলের পিএস এসএম আকরামুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকি ও মোঃ শহিদুল ইসলাম বকুল, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুসের মেয়ে আওয়ামী লীগ নেত্রী কুহেলি কুদ্দুস মুক্তি, বনপাড়া পৌরসভার মেয়র এইচএম জাকির, নাটোর পৌরসভার কাউন্সিলর আরজু শেখ, নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও সিংড়ার আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ভোলাকে নিশ্চিহ্ন করা হবে। চিঠিতে আরো বলা হয়েছে, ভারতের দালালী করে আওয়ামী লীগ বা অন্য কোন দল ইসলামী অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। চিঠিতে বলা হয়, জঙ্গী দমনসহ নানা অজুহাতে দ্বীনী মুজাহিদদের দমন ও হয়রানি, অনেক ধর্মীয় সংগঠন নিষিদ্ধ করাসহ নানান কর্মকা-ের কারণে তাদের সংগঠনের মজলিশ ই সূরার বৈঠকে এসব ব্যক্তিদের মৃত্যুদ-ের চূড়ান্ত রায় ঘোষণা করা হলো। নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেছেন, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখছেন। এ বিষয়ে এখনো কোন জিডি হয়নি। আর এতজনের নামে চিঠি দেয়ায় ভীতি সৃষ্টির জন্যই কাজটি করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।