Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগোরা-স্বপ্নকে জরিমানা অস্বাস্থ্যকর পণ্য রাখায়

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অস্বাস্থ্যকর খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অধিক মূল্যে পণ্য বিক্রি এবং দায়িত্বে অবহেলার কারণে রাজধানীর জনপ্রিয় দুটি চেইনশপকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা হওয়া প্রতিষ্ঠান দুটি হচ্ছে ‘আগোরা’ ও ‘স্বপ্ন।’ রাজধানীর ফার্মগেট এলাকায় আগোরা ও খামারবাড়ি এলাকার মণিপুরিপাড়ায় স্বপ্ন চেইনশপে গতকাল (বৃহস্পতিবার) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়াত মেহজাবীন। এ অভিযান পরিচালনায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ শেরেবাংলা নগর ও তেজগাঁও থানা যৌথভাবে সহায়তা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৫০ ও ৫৩ ধারা লঙ্ঘনের কারণে আগোরাকে ১ লাখ ৩০ হাজার টাকা ও স্বপ্নকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগোরা চেইনশপে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ল্যাকটোজেন-১ ও ২, তরলজাতীয় খাদ্যের মধ্যে লাবাং ও জুস পাওয়া যায়। পাশপাশি মেয়াদোত্তীর্ণ আইসক্রিম, প্রসাধনীসামগ্রী, নারকেল তেল, আমদানি করা ফল বা সবজিসহ আরও বেশ কিছু পণ্য পাওয়া যায় আগোরায়। এ ছাড়া প্রতিষ্ঠানটি বাজারের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করছে বলে অভিযোগ দায়ের করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে স্বপ্ন চেইনশপে অভিযান চালিয়ে পচা ইলিশ মাছ পাওয়া যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য ও তেলজাত পণ্য বিক্রি ছাড়া প্রতিষ্ঠানটি বাজারের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করছে বলে অভিযোগ দায়ের করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আটক করা পণ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়াত মেহজাবীনের সামনেই নষ্ট করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়াত মেহজাবীন বলেন, ‘বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট ও মণিপুরিপাড়ার এলাকার দুটি চেইনশপে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে পণ্য বিক্রি ও এবং দায়িত্বে অবহেলার কারণে এ দুই প্রতিষ্ঠানে মোট আড়াই লাখ টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠান দুটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০, ৫০ ও ৫৩ ধারা লঙ্ঘন করেছে। তাই আগোরাকে ১ লাখ ৩০ হাজার টাকা ও স্বপ্নকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
প্রসঙ্গত, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর চতুর্থ অধ্যায়ের ৪০ ধারায় উল্লেখ রয়েছে, ‘কোনো ব্যক্তি কোনো আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদ-, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদ- বা উভয় দ-ে দ-িত হবেন।’
৫১ ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি মেয়াদোত্তীর্ণ কোনো পণ্য বা ঔষধ বিক্রয় করিলে বা করতে প্রস্তাব করলে তিনি অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদ- বা উভয় দ-ে দ-িত হবেন।
৫৩ ধারায় উলেখ রয়েছে, কোনো সেবা প্রদানকারী অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানি ঘটালে তিনি অনূর্ধ্ব তিন বছর কারাদ-, বা অনধিক দুই লাখ টাকা অর্থদ- বা উভয় দ-ে দ-িত হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগোরা-স্বপ্নকে জরিমানা অস্বাস্থ্যকর পণ্য রাখায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ