Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালয়েশিয়ায় অবৈধ ২৭ বাংলাদেশী গ্রেফতার

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ায় ২৭ জন অবৈধ বাংলাদেশী কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন। প্রতিবেদনে বলা হয়, আটককৃত বাংলাদেশীরা মানবপাচারকারীদের মালয়েশিয়া আসার জন্য ১৫ হাজার রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) করে দিয়েছে। তাদের পাচারকারীরা কেবল একবেলা পানি ও পরোটা দিত। এরা সবাই ছিল বেকার ও অনাহারি। যেখানে তাদের রাখা হয়েছিল, সেখানে  মেঝেতেই তাদের ঘুমাতে হতো।
প্রতিবেদনে জানানো হয়, ২  ফেব্রুয়ারি এসব বাংলাদেশী কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে। পরে তাদের এজেন্ট তাদের শাহা আলমে নিয়ে গেলে অনুমোদন না থাকায় তাদের কাজে নিতে অস্বীকৃতি জানায় সেখানকার কারখানার মালিকরা। পরে তাদের জোহর বারুতে নিয়ে যাওয়া হলে সেখানেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সোমবার তাদের পেনাং নিয়ে যাওয়া হলে পুলিশ বিষয়টি জানতে পারে। এ সময় তিন মালয়েশীয় ও ২৭ জন বাংলাদেশী কর্মীকে আটক করা হয়।  পেনাংয়ের পুলিশ প্রধান দাতো আবদুল ঘাফার রাজাব বলেন, তামার দেসা মুরানির একটি দ্বিতল শিল্পভবন থেকে ১৭ বাংলাদেশীকে আটক করা হয়। তারা ছিল শারীরিকভাবে দুর্বল। তাদের কেবল পানি ও পরোটা খেতে দেয়া হতো। সিমেন্টের ঠা-া  মেঝেতে ছিল তাদের বিছানা। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বাগান লালাং বাটারওয়ার্থ নামের একটি ওয়ার্কশপ থেকে আরো ১০ বাংলাদেশীকে আটক করা হয়। এদের কারোরই কাজের অনুমতিপত্র নেই। তাদের কাছে কেবল পাসপোর্টের ফটোকপি ছাড়া অন্য কোনো কাগজপত্র পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়ায় অবৈধ ২৭ বাংলাদেশী গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ