Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইরিশদের বিপক্ষে কৌশলী বাংলাদেশ

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী, ধর্মশালা (ভারত) থেকে : নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু করেও হঠাৎ এক দুঃসংবাদ। তাসকিন, আরফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ অফিসিয়ালদের সন্দেহ পোষণ! এমন দুঃসংবাদে আচ্ছন্ন হওয়ারই কথা বাংলাদেশ দলের। অথচ, সাকিব, মুশফিকুর, সৌম্য, সাব্বির, মুস্তাফিজ, রনি, মিঠুনরা দুপুরে ধর্মশালা স্টেডিয়ামে এসে ইউনিসেফের প্রচারণামূলক কর্মকা-ে নিয়েছেন অংশ, শিশু ক্রিকেটারদের শেখাচ্ছেন ক্রিকেটের বেসিক, ক্যাচিং-তা দেখে বোঝার উপায় নেই দুঃসংবাদটি। বরং এমন এক সংবাদে চারপাশ থেকে আসা প্রশ্নগুলো আক্রান্ত করতে পারে দলকে, তা থেকে পরিত্রাণে চাঙ্গা থাকাটাই যে উত্তমÑ সে পন্থাতেই হাঁটছে বাংলাদেশ। অনুশীলনে ৭ ক্রিকেটারের অভিব্যক্তি সে কথাই বলছে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বরং নিজেদের করনীয় উপায়গুলোই বড় চ্যালেঞ্জ মাশরাফিদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে অতীতে টি-২০তে ৪ ম্যাচে ৩টি জয় আছে বাংলাদেশের, জয় দিয়ে এবার শুরু করতে পেরেছে বাংলাদেশ দল। এতেই দারুণ আত্মবিশ্বাসের রসদ পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফিÑ ‘প্রথম ম্যাচ আমরা জিতেছি, সেই আত্মবিশ্বাস, ভালো অনুভূতি নিয়ে নামতে পারব অবশ্যই। আমি মনে করি ভালো ম্যাচ হবে। আয়ারল্যান্ড আমাদের সঙ্গে অনেক ম্যাচ খেলেছে, টি-টোয়েন্টি অনেক খেলে, ভালোও খেলে। আমাদেরকে সেরাটাই খেলতে হবে।’ প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের হার্ডল পেরুতে কষ্ট হলেও ওই জয়ে টনিক পাচ্ছেন কোচ হাতুরুসিংহেওÑ ‘জয় জয়ই।
তবে প্রথমটিতে ক্লোজ ম্যাচে জিতেছি। আশা করছি, ছেলেরা তাদের স্কিল ভালভাবে প্রয়োগ করে পরবর্তী ম্যাচে ভাল খেলবে।’
চেনা প্রতিপক্ষ আয়ারল্যান্ড, দলটির অধিকাংশ ক্রিকেটারকে চেনেন মাশরাফিরা। তারপরও ২০০৭ বিশ্বকাপ এবং ২০০৯ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে আইরিশদের কাছে হারের ছবিটাই মাশরাফিতে করেছে সতর্ক। রাতে ম্যাচটি হবে বলে চ্যালেঞ্জটা ভালই হবে বলে মনে করছেন মাশরাফিÑ ‘আরও চ্যালেঞ্জিং হতে পারে আয়ারল্যান্ড। কারণ দিনের ম্যাচের চেয়ে রাতের ম্যাচের কন্ডিশন পরোই আলাদা। আরও কঠিন হওয়ার খুব ভালো চান্স আছে। দিনের ম্যাচের চেয়ে রাতের ম্যাচের কন্ডিশন পুরো আলাদা।’ ধর্মশালায় রাতে শিশির একটা ফ্যাক্টর হতে পরে, আয়ারল্যান্ড-ওমানের ম্যাচে তা জেনেছেন হাতুরুসিংহেÑ ‘শিশির নিয়ে ভাবছি আমরা। শুনেছি গতকাল (গত পরশু) রাতের ম্যাচে শিশির সমস্যা সৃষ্টি করেছে, ফেলেছে ম্যাচে প্রভাব। শিশিরের বিষয়টি তাই মাথায় আছে। এই কন্ডিশন দু’দলের জন্যই চ্যালেঞ্জিং হবে।’
প্রতিপক্ষ আয়ারল্যান্ড পেশাদার দল, এটাও কিছুটা ভাবাচ্ছে হাতুরুসিংহেকেÑ‘আয়ারল্যান্ড পেশাদার ক্রিকেট দল। গতকাল (গত পরশু) তারা একটা ধাক্কা খেয়েছে। টি-২০ ক্রিকেটে কোন কিছুই ভবিষ্যদ্বাণী করা যায় না। তাই আমার প্রত্যাশা একটাই, নিজেদের সেরাটা খেলা, আমাদের সামর্থ অনুযায়ী পারফর্ম করা। যদি সামর্থ অনুযায়ী খেলতে পারি, তাহলে জয় আশা করাই যায়।’
নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেও ওই ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং হয়নি বাংলাদেশের। জয়টাও পায়নি বাংলাদেশ দল ফেভারিটদের মতো। তার বিশ্লেষণ দিয়েছেন হাতুরুসিংহে। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট শেষ করে ধর্মশালায় সরাসরি খেতে হয়েছে, এটাও প্রথম ম্যাচে পুরোপুরি মেলে না ধরার অন্যতম কারণ হিসেবে দেখছেন হাতুরুসিংহেÑ ‘হোমে আমরা কুইক উইকেটে খেলেছি, তাই আমরা এখানে এসে খাপ খাইয়ে নিতে পারছি। এটা খুব সহজ কিন্তু নয়। আমি সব সময় বলেছি, ভালভাবে শুরু করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে। তা না পারলে যে ধরনের খেলা খেলছি, সেটা যেনো খেলতে পারি। ঢাকা থেকে খেলে মাত্র আড়াই দিনের মধ্যে ৪ হাজার মিটার উচ্চতায় খেলতে হয়েছে। তাও আবার ওই আড়াই দিনের মধ্যে ১টি দিন কেটে গেছে ভ্রমণে। যেভাবেই হোক, শেষ পর্যন্ত ম্যাচে জিতেছি, এটাই ভাল। আবারো বলছি, এখান থেকে উন্নতি করতে হবে।’
প্রথম ম্যাচে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়াটাই ছিল বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে জিতে দ্বিতীয় ম্যাচে দারুণ কিছু’র স্বপ্ন দেখছেন তিনিÑ ‘পরবর্তী ম্যাচ খেলার আগে এখানে সব মিলে ৪ দিন সময় পাচ্ছি, এই সময়ের মধ্যে এখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারব। এখানকার কন্ডিশন এবং উইকেট সম্পর্কে একটা ধারণা ইতোমধ্যে পাওয়ায় এই পীচে কি করতে হবে, তা জেনে গেছি। তাই পরবর্তী ম্যাচে এখানকার কন্ডিশনের সঙ্গে আগের ম্যাচের চেয়ে আরো বেশি খাপ খাইয়ে নিতে পারব।’
সিনিয়র ব্যাটসম্যানদের ব্যাটিং ছন্দ ফিরে পাওয়ার দিকে তাকিয়ে হাতুরুসিংহে, ফিল্ডিংয়ের সুনাম ও ফিরে পেতে চান। তবে প্রথম ম্যাচে ওমানের কাছে আয়ারল্যান্ডের হেরে যাওয়ায় আইরিশদের উপর চাপটা পড়ছে বেশি, বাংলাদেশের বিপক্ষে দলটির অবতীর্ণ হওয়ার আগে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারায় ওমানকে হাততালি দিচ্ছেন হাতুরুসিংহেÑ ‘গত ম্যাচে আয়ারল্যান্ডকে যেভাবে হারিয়েছে ওমান, তা সহজ মনে হয়নি। এই জয়ে তারা এখন যে কোন দলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবে, এটাই স্বাভাবিক। তবে ওমানের জয়ে আমি খুশি। কারণ, আয়ারল্যান্ডের মাথায় বেশ কছু জিনিস ইতোমধ্যে ঢুকে গেছে। প্রতিপক্ষের মাথায় অনিশ্চয়তা নিয়ে কিছু তো ঢুকিয়ে দিতে পেরেছে তারা।’ এমন এক ম্যাচে পরিবর্তন আসতে পারে দলে, গতকালকের অনুশীলন সে আভাসই দিয়েছে।



 

Show all comments
  • jakir ১১ মার্চ, ২০১৬, ২:৩০ পিএম says : 0
    good luck of bangladesh
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইরিশদের বিপক্ষে কৌশলী বাংলাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ